World Stroke Day 2022: মৃত্যুর কারণগুলির মধ্যে অন্যতম হল স্ট্রোক । পরিসংখ্যান বলছে, সারা দেশে মৃত্যুর কারণ হিসেবে দ্বিতীয় স্থানে স্ট্রোক। সারা বিশ্বের নিরিখেও স্ট্রোক হল মৃত্যুর অন্যতম কারণ ও সেই সঙ্গে শারীরিক অক্ষমতার তৃতীয় প্রধান কারণ। সাধারণত মনে করা হয়, স্ট্রোক বয়স্কদের অসুখ। তবে সাম্প্রতিক পরিসংখ্যান সকলকে চমকে দিয়েছে। দেখা যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে কম বয়সিদের মধ্যে স্ট্রোক হয়ে মৃত্যুর সংখ্যা।
ভারতে বিভিন্ন হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করে একটি গবেষণা হয়। দেখা যায়, তরুণদের মধ্যে স্ট্রোকের অনুপাত ১৫ থেকে ৩০ % পর্যন্ত বেড়ে গিয়েছে । আরেকটি জনসংখ্যা-ভিত্তিক গবেষণাতেও সেরকমই ফল দেখা গিয়েছে।
তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে স্ট্রোকের ঘটনা বাড়ছে। এই ট্রেন্ড কিন্তু মারাত্মক ! কারণ এই বয়সে একজনের পঙ্গু হয়ে পড়া, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলা, আক্রান্ত ও তাঁর পরিবারের পক্ষে মারাত্মক হতে পারে।
কাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বেশি
যাঁদের রক্তচাপ ১২০/৮০-এর চেয়ে বেশি
যাঁরা ধূমপান করেন
যাঁদের ডায়াবেটিস রয়েছে
রাতে ঘুমের সময় কম
ওবেসিটি আছে যাঁদের
যাঁদের সারাদিন বসে বসে কাজ
যাঁরা খুব জাঙ্ক খাবার খান
যাঁদের পরিবারে স্ট্রোকের ইতিহাস আছে।
কার্ডিওএম্বোলিক স্ট্রোক ভারতে তরুণদের মধ্যে ইদানিং বাড়ছে লক্ষণীয় হারে।
Moya Moya disease ও Takayasu’s arteritis-এর ক্ষেত্রেও স্ট্রোক হতে পারে।
যক্ষ্মা এবং সিফিলিসের মতো সংক্রামক ব্যাধিতে আক্রান্তদের স্ট্রোকের প্রবণতা বেশি। ভারতের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশে প্রচলিত রয়েছে।
সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস (CVT) একটি বিরল ধরনের স্ট্রোক, তবে এটি ভারতে বেশি দেখা যায়। একটি সমীক্ষায়, CVT পশ্চিমি জনসংখ্যার তুলনায় ভারতে ১২ গুণ বেশি । ভারত থেকে একটি হাসপাতাল-ভিত্তিক গবেষণায়, তরুণদের মোট স্ট্রোকের ক্ষেত্রে ১৬.৩% সিভিটি !
এছাড়াও, গর্ভাবস্থায় বা প্রসবোত্তর সময়কালে মহিলাদের মধ্যে CVT-এর প্রকোপ বেশি থাকে।
ভিটামিন বি 12 এর ঘাটতিও শিরা ও ধমনীর স্ট্রোকের অন্যতম কারণ। নিরামিষভোজীদের তাই এই সংখ্যা বেশি।
শিশুদেরও স্ট্রোক হতে পারে। ভারতে পেডিয়াট্রিক স্ট্রোকের ঝুঁকি বেশি । আতঙ্কের খবর এটাই যে, দুঃখজনকভাবে, স্ট্রোক থেকে বেঁচে যাওয়া দুই-তৃতীয়াংশ শিশুরই স্বল্পমেয়াদী স্নায়বিক অক্ষমতা দেখা যায়।