কলকাতা : অফিসে বসের দেওয়া টার্গেট। মাসের শুরুতে ফ্ল্যাটের ইএমআই। ছেলে মেয়ের স্কুলের ফিজ। সংসার খরচ। তিরিশের কোটায় পা রাখলেই ঘাড়ে চেপে বসে এমন নানাবিধ চাপের পাহাড়। একটি বেসরকারি সংস্থার সমীক্ষা বলছে, এই সাঁড়াশি  চাপে, ৩০ বছর বয়সের পর থেকে স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতা চোখে পড়ার মতো বেড়েছে। আর এর অন্যতম কারণ জীবনধারার পরিবর্তন। তাছাড়া বয়স্কদের স্ট্রোকের ঝুঁকি তো আছেই। এরপর আবার কোভিড পরবর্তীতে স্ট্রোকের ঘটনাও বেড়েছে। 


World Stroke Day তে কলকাতার  AMRI Hospitals-এর অভিনব উদ্যোগ। আপনার স্ট্রোকের ঝুঁকি কতটা, তা জানা যেতে পারে ২ মিনিটের মধ্যেই। যাকে বলে Stroke Assessment test। এই ২ মিনিট সময় দিলে আপনি  জানতে পেরে যাবেন, আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা কতটা এবং সেই অনুসারে চিকিৎসা নিতে পারবেন আগেভাগেই। হাসপাতালের তিনটি ইউনিটেই টেস্ট কিয়স্কের বন্দোবস্ত রয়েছে।  

আরও পড়ুন : 

এই পরীক্ষায় আছে একগুচ্ছ প্রশ্ন। কিউআর কোড স্ক্যান করে শুরু করতে হবে পরীক্ষা দেওয়া। জানাতে হবে আপনার বয়স, জীবনচর্যা, ধূমপান বা মদ্যপানের অভ্যেস কতটা।  এছাড়াও হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি, কার্ডিয়াক কোনও সমস্যা আছে কি না, তাও জানাতে হবে আপনাকে। কারণ এই প্রত্যেকটি বিষয়ই একজনের স্ট্রোকের ঝুঁকি আছে কি না , তা নির্ধারন করতে সহায়ক। 


হাসপাতালের Consultant, Stroke & Interventional Neurologist ডা. অপ্রতিম চট্টোপাধ্যায় জানালেন, এই Stroke Assessment Test বুঝতে সাহায্য করে একজনের স্ট্রোক হওয়ার ঝুঁকি ঠিক কতটা। প্রত্যেকেরই এই পরীক্ষা করানো দরকার। কীভাবে চললে স্ট্রোকের ঝুঁকি কমবে, তাও বুঝতে সাহায্য করবে এই টেস্ট।


AMRI Hospitals -এর সিইও রূপক বড়ুয়া জানান, এতে করে আগেভাগেই অনেক মানুষকে সচেতন করে বড় বিপদ আটকানো যেতে পারে। বিপদ কখনও বলে আসে না। লোক দেখেও আসে না। তাই চিকিৎসকরা বলছেন, সময় থাকতে সাবধান হোন। শরীর নিয়ে অবহেলা করবেন না। পরামর্শ চিকিৎসকদের।