ময়ূখ ঠাকুর চক্রবর্তী,  কলকাতা: চিকিৎসকরা বলছেন, এমন কিছু হলেই তা স্ট্রোক হতে পারে। বদলে যাওয়া জীবনযাত্রায় এতটাই প্রভাব ফেলেছে যে, বছর তিরিশেই হচ্ছে স্ট্রোক! চিকিৎসকরা বলছেন, দেশে প্রতি বছর স্ট্রোক হয় ১৮ লক্ষ মানুষের।  আক্রান্তের অধিকাংশের এক মাসের মধ্যে মৃত্যু হয়।


কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন আপনার বা অন্য কারও স্ট্রোক হয়ে থাকতে পারে ?



  • আচমকা চোখ ধোঁয়া ধোঁয়া দেখা 

  • কথা জড়িয়ে যাওয়া

  • মুখ বেঁকে যাওয়া 

  • শরীরের একদিক অবশ হয়ে যাওয়া 

  • শরীরের একদিকের অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়া 

  • অসংলগ্ন কথা 

  • ভুলভাল কথা বলা ইত্যাদি। 


পরিসংখ্যান বলছে, দেশে স্ট্রোক আক্রান্তদের ২৫ শতাংশই তরুণ। শরীরে মনে যন্ত্রণার ভার বয়ে বেড়াতে হয় বহু মানুষকে। চিকিৎসকরা বলছেন, এই কষ্টই বাকিদের কাছে শিক্ষা হয়ে উঠতে পারে। স্ট্রোক এমন সমস্যা, যার প্রতিষেধক খোঁজার থেকে প্রতিরোধ করা বেশি জরুরি। অর্থাৎ আগে থেকে সাবধান হওয়া। তার জন্য কী করতে হবে? চিকিৎসকদের পরামর্শ প্রথমেই নিয়ন্ত্রিত জীবনযাপনের অভ্যেস করুন> 

কীভাবে বুঝবেন আপনার স্ট্রোক হয়েছে? কখন রোগীকে আনতে হবে হাসপাতালে? শুক্রবার, world stroke day-তে এই নিয়েই আলোচনা হল মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসে। চিকিৎসকরা বলছেন, ঠিক সময়ে রোগী হাসপাতালে আনা অত্যন্ত জরুরি। স্ট্রোকের চিকিৎসায়, আরও তিন রকম পরিষেবা শুরু হতে চলেছে এই হাসপাতালে। জানালেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ  জয়ন্ত রায়। তারমধ্যে আছে comprehension stroke center, Rapid AIM, স্ট্রোক প্রিভেনশন ক্লিনিক।


এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পাল। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের প্রো-চ্যান্সেলর স্বামী আত্মপ্রিয়ানন্দ। 


বিশেষজ্ঞদের মতে, আজকাল অর্থনৈতিক সমস্যার কারণে আয় কমে গেলে অনেকে গভীর দুশ্চিন্তায় পড়েন। কিন্তু, সেই টেনশনের কারণে স্ট্রোকে আক্রান্ত হলে তো গোটা পরিবারের বিপদ! তাই মন ভাল রাখার চেষ্টাটুকুই অন্তত করুন। নিজের না হলে পরিবারের বাকিদের কথা ভেবে। 

যোগাযোগ