নয়াদিল্লি : করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউ এখনও যায়নি। আর তার মধ্যেই চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞরা এর আগেও তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। প্রাপ্তবয়স্কদের মধ্যে করোনা ভ্যাকসিন (Covid Vaccine) দেওয়া কাজ শুরু হয়ে গেলেও শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে এখনও টিকাকরণ শুরু হয়নি। শিশুদের কোভিড ভ্যাকসিন নিয়ে আগেই হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক টিকার ট্রায়ালের রিপোর্ট জমা দিয়েছিল। একইরকমভাবে শিশুদের করোনাভাইরাসের টিকার লাইনে ছিল জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন ZyCoV-D-ও। অবশেষে শিশুদের উপর জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে ZyCoV-D ভ্যাকসিন। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যদিও কবে থেকে এই টিকা পাওয়া যাবে, সে সম্পর্কে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন - Lifestyle and Covid-19: করোনার সংক্রমণের ফলে অন্য কোন অসুখ দেখা দিচ্ছে আক্রান্ত রোগীদের শরীরে?
একদিকে যখন শিশুদের উপর জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ZyCoV-D অনুমোদন পেয়েছে। অন্যদিকে ভারত বায়োটেক কোভ্যাক্সিন এখনও ২ থেকে ১৮ বছরের শিশু এবং বালক-বালিকাদের উপর প্রয়োগের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, জাইডাস ক্যাডিলা খুব দ্রুত হারে টিকা তৈরির কাজ চালাচ্ছে। এবং খুব শীঘ্রই শিশুদের জন্য তাদের তৈরি করোনার টিকা পাওয়া যাবে।
তিনি আরও জানিয়েছেন যে, শিশুদের টিকাকরণের ক্ষেত্রে তাঁরা আরও বেশি সাবধান হচ্ছেন। আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যে শিশুদের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাবে।
আরও পড়ুন - WB Corona: মানুষের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়- প্রশাসনের মনোভাব? কী কারণে বাড়ল করোনা?। Bangla News
প্রসঙ্গত, ভারত বায়োটেক, জাইডাস ক্যাডিলা ছাড়াও শিশুদের টিকা তৈরির দৌড়ে ছিল জনসন অ্যান্ড জনসন, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, বায়োলজিক্যাল ই-এর মতো সংস্থাগুলি।
অন্যদিকে, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা যাঁদের কম, করোনা ভ্যাকসিনের দুটি ডোজের পাশাপাশি অতিরিক্ত আরেকটি বুস্টার ডোজ দেওয়ার জন্য তাঁদের পরামর্শ দিয়েছে WHO-এর বিশেষজ্ঞ কমিটি। পাশাপাশি করোনার পরীক্ষাও চলছে পুরোদমে।