কলকাতা: গত প্রায় দুটো বছর ধরে করোনা (Covid19) অতিমারির জেরে বিপর্যস্ত জনজীবন। সংক্রমণের আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে সকলকে। এর পাশাপাশি যাঁদের শরীরে আগে থেকেই অন্য কোনও অসুখ বাসা বেঁধে রয়েছে, তাঁদের জন্য আরও বেশি ভয়ঙ্কর এই মারণ ভাইরাস। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে বহু মানুষের শরীরে বাড়ছে নানাবিধ অসুখও। যে শারীরিক সমস্যায় আগে হয়তো তাঁদের পড়ার সম্ভাবনা কম ছিল, করোনা অতিমারির জেরে তার সম্ভাবনা বেড়ে গিয়েছে।


আরও পড়ুন - শিশুকে স্তন্যপান করালে তা মহিলাদের মস্তিষ্কে কী প্রভাব ফেলে?


সম্প্রতি একটি তথ্য থেকে জানা গিয়েছে, করোনা সংক্রমণের কারণে রক্তে শর্করার মাত্রা বাড়ছে। হাইপারগ্লিসেমি হল মধুমেহ রোগের মূল কারণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই এই হাইপারগ্লিসেমিয়ার ঝুঁকি বেড়েছে মানুষের মধ্যে। যা শরীরে উৎপাদিত হচ্ছে এই অতিমারির সংক্রমণের কারণে আর খুব দ্রুত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। এর পর থেকেই চিকিৎসকরা নানা সূত্র খোঁজার চেষ্টা করেন। দেখা যায়, যাঁদের পরিবারেও কখনও মধুমেহ রোগের কোনও ইতিহাস ছিল না, তাঁদের শরীরেও মধুমেহ রোগ বাসা বেঁধেছে। 


নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ান ওয়েইল কর্নেল মেডিক্যাল সেন্টারের অ্যাসোসিয়েট প্রফেসর জেমস লো বলছেন, 'আমরা সাধারণত মনেই করি না যে ফ্যাট সেলগুলি সক্রিয় থাকতে পারে বলে। কিন্তু সত্যিটা হচ্ছে, এই সমস্ত কোষগুলি সক্রিয় থাকে এবং আমাদের শরীরে প্রোটিন সংরক্ষিত করে। গবেষণা দেখা গিয়েছে, কোভিড১৯ এই সমস্ত কোষগুলিকে অক্ষম করে দিচ্ছে।'


আরও পড়ুন - Kids' Vegetable Intake: কীভাবে শিশুদের শাক-সব্জি খাওয়ার অভ্যাস করাবেন?


তথ্য পাওয়া গিয়েছে, করোনা অতিমারির শুরুর দিকে যে সমস্ত রোগীরা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাঁদের প্রায় ৫০ শতাংশ মানুষের শরীরে হাইপারগ্লিসেমিয়া উৎপাদিত হয়েছে। সাধারণ মানুষ যাঁদের রক্তে শর্করার মাত্রা সঠিক হারে রয়েছে, তাঁদের তুলনায় প্রায় ৯ গুন বেশি হাইপারগ্লিসেমিয়া দেখা গিয়েছে কোভিড আক্রান্ত রোগীদের শরীরে। ফলে তাঁরা মধুমেহ রোগে আক্রান্ত হচ্ছেন।