Low Carb Foods: শাকসবজি খেতে ভাল না লাগলেও সুস্থ থাকার জন্য কিন্তু এগুলি খাওয়া জরুরি। যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে সতর্ক, তাঁরা মেনুতে রাখুন কম কার্বোহাইড্রেট যুক্ত বিভিন্ন ধরনের শাকসবজি। কার্বোহাইড্রেট যত কম খাবেন, স্বাস্থ্যের পক্ষ ভাল। তাই বলে একদম খাওয়া বন্ধ করে দিলে হিতে বিপরীত হতে পারে। তাই কম কার্বোহাইড্রেট যুক্ত শাকসবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল।                      


কম কার্বোহাইড্রেট যুক্ত কোন কোন শাকসবজি খেলে ওজনের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, দেখে নিন 


ব্রকোলি- সবুজ রঙের ফুলকপির মতো দেখতে এই সবজির গুণ অনেক। কার্বোহাইড্রেটের পরিমাণ ব্রকোলিতে খুবই কম। অন্যদিকে ভিটামিন, মিনারেলস আর ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। তাই ব্রকোলি খেলে পেট ভরবে। ভাল থাকবে হৃদযন্ত্রের স্বাস্থ্য। এমনকি খাবার হজমের সমস্যাটাও দূর হবে। ব্রকোলি দিয়ে আপনি নানা রকমের সুস্বাদু স্যালাড তৈরি করে নিতে পারবেন। খালি কাঁচা ব্রকোলি খাবেন না কখনই। এটা খেলে পেটে ব্যথা-সহ পেটের অনেক সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন সি এবং ভিটামিন কে- প্রচুর পরিমাণে রয়েছে ব্রকোলির মধ্যে। আর এই দুই ভিটামিন নানা ভাবে আমাদের শরীর-স্বাস্থ্য ভাল রাখবে।                            


পালংশাক- পালংশাকের মধ্যে কার্বোহাইড্রেট এবং ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। আয়রন, পটাশিয়াম, ক্যালশিয়াম রয়েছে পালংশাকের মধ্যে। এই শাক খেলে সার্বিক ভাবে পুষ্টি পাবেন আপনি। মজবুত হবে হাড়ের গঠন। হিমোগ্লোবিনের ঘাটতি হবে না। পালংশাক খাওয়ার আগে ভালভাবে তা ধুয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। নাহলে পেটের সমস্যা দেখা দিতে পারে।                       


ফুলকপি- ফুলকপিতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম। অন্যদিকে এই সবজিতে ভিটামিন সি এবং আয়রনের পরিমাণ বেশি। তাই শীতে প্রায় রোজই ফুলকপি খেতে পারেন। রান্না করার আগে গরম জলে ফুলকপি সেদ্ধ করে নিলে আর গ্যাসের সমস্যা দেখা দেবে না। রান্না করাও সহজ হবে। 


লাল, হলুদ রঙের ক্যাপসিকাম বা বেল পেপার- এই লাল, হলুদ রঙের ক্যাপসিকামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর বেল পেপারের মধ্যে কার্বোহাইড্রেট এবং ক্যালোরির পরিমাণ খুব কম। তাই রান্নায় ব্যবহার করতে পারেন বেল পেপার। খাবারে স্বাদ যেমন হবে, তেমনই পুষ্টিগুণ থাকবে ওই খাবারের।                                


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।