কলকাতা: অ্যান্টিভাইরাল ওষুধই আটকে দিতে পারে একটি বিশেষ রকমের ক্যানসার। সম্প্রতি স্পেনের একটি গবেষণায় এমনটাই প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। ৫৪ জন রোগীকে নিয়ে এই গবেষণা করা হয়। তাতে একটি নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগ করা হয়েছিল রোগীদের উপর। তার পরই এই সাফল্য মিলেছে। সারিয়ে দেওয়া গিয়েছে রক্তের একটি কঠিন ক্যানসার। যার নাম মাল্টিপল মায়লোমা। সম্প্রতি এই গবেষণাপত্রটি হেমাটোলজিকা জার্নালে প্রকাশিত হয়েছে। 


মাল্টিপল মায়লোমা কেমন ধরনের ক্যানসার ?


রক্তের বিভিন্ন ক্যানসারের মধ্যে একটি অতিপরিচিত ক্যানসার হল মাল্টিপল মায়লোমা। এই ক্যানসারটির কারণ হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি নামের দুটি রোগ। লিভারের এই রোগ দুটি থেকে পরবর্তীকালে রক্তের ক্যানসার মাল্টিপল মায়লোমা হওয়ার আশঙ্কা থাকে। লিভারের এই দুই রোগ থেকেই এক ব্যক্তির শরীরের রক্তের ক্যানসার হতে দেখেন চিকিৎসকরা। ক্যানসারের প্রাথমিক লক্ষণ ম্যালিগন্যান্সি অর্থাৎ কোশের অনিয়ন্ত্রিত বৃদ্ধি। দেখা গিয়েছে, মাল্টিপল মায়লোমায় রক্তের যে কোশ এভাবে সংখ্যায় বাড়ছে, তা আদতে অ্যান্টিবডি। অর্থাৎ শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা। কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা কোশগুলির এমন বৃদ্ধি ক্যানসারের কারণ হয়ে দাঁড়াচ্ছে।


এই ক্যানসারের জন্য দায়ী কে?


গবেষণার সময় যে ৫৪ জন রোগীকে নির্বাচন করা হয়, তাদের মধ্যে ৪৫ জন আক্রান্ত ছিলেন হেপাটাইটিস বি রোগে। বাকি নয়জন আক্রান্ত ছিলেন হেপাটাইটিস সি রোগে। হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি কিছু নির্দিষ্ট ভাইরাসের জন্যই হয়ে থাকে। এই ভাইরাসগুলির বিরুদ্ধেই শরীর অ্যান্টিবডি প্রোটিন তৈরি করে। যা তৈরি করার সময় মাল্টিপল মায়লোমা ক্যানসারের ঝুঁকি তৈরি হয়। এই ভাইরাসগুলিকে প্রথমেই দমন করা জরুরি বলে গবেষকদের মতামত। কারণ এই ভাইরাসগুলিই পরোক্ষভাবে ক্যানসারকে ডেকে আনে।


অ্যান্টিভাইরাল কীভাবে আটকাবে ক্যানসার ?


স্প্যানিশের গবেষণায় দেখা গিয়েছে, হেপাটাইটিস বি ও হেপাাটাইটিস সি সংক্রমণের বিরুদ্ধেই বিশেষভাবে কাজ করে এই অ্যান্টিবডি কোশগুলি। তাই গবেষকদের পরামর্শ, হেপাটাইটিস বি ও সি ঠিক সময়ে ওষুধ দিয়ে চিকিৎসা করা উচিত। এই রোগ দুটি সারিয়ে তোলা গেলে শরীরে এই নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া আটকে দেওয়া যায়। আর এই প্রক্রিয়া বন্ধ করা গেলে ক্যানসারের মতো মারণরোগের ঝুঁকি এড়ানো যায়। তবে একই সঙ্গে বলা হয়েছে, রক্তের ক্যানসারের এই ধরন একেকজনের শরীরের একেকরকম হয়। অর্থাৎ সবার শরীরে নির্দিষ্ট একটি কোশই সংখ্যায় বাড়ে না।


তথ্যসূত্র - আইএএনএস


আরও পড়ুন - Standing while Eating: দাঁড়িয়ে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে ? অজান্তেই বড় রোগ ডেকে আনছেন না তো