Coconut Health Benefits: নারকেল (Coconut) খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি হল ওজন কমে (Weight Loss) যাওয়া। তাই নিজের মেনুতে যোগ করতে পারেন নারকেল। চলুন নেওয়া যাক নারকেল কীভাবে আমাদের ওজন কমাতে সাহায্য করে। নারকেল খাওয়ার উপকারিতা যেমন রয়েছে তেমনই একসঙ্গে অনেকটা পরিমাণ নারকেল খেলেও সমস্যা হতে পারে। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন। একসঙ্গে অনেকটা পরিমাণে নারকেল খেয়ে ফেললে পেটের সমস্যা হতে পারে। অ্যাসিডিটির প্রবণতা থাকলে সেটাও বাড়তে পারে।


ফাইবারে ভরপুর- নারকেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ওজন কমাতে যেকোনও ফাইবার-জাত খাবার ওজন কমাতে সাহায্য করে। নারকেলের মধ্যে রয়েছে ইনসলিউএবেল ফাইবার। ফাইবারের পরিমাণ বেশি থাকার পাশাপাশি নারকেলের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে। ফলে ওজন কমাতে সাহায্য করে এই ফল। নারকেল দিয়ে বিভিন্ন সুস্বাদু পদ তৈরি করা যায়। নারকেলের চাটনি দিয়ে দক্ষিণ ভারতের খাবার যেমন ধোসা, ইডলি, উত্তাপম- এসব খাওয়ার চল রয়েছে। 


কমায় সারাক্ষণের খিদে ভাব- আমাদের অনেকেরই খিদে খিদে ভাব থাকে সারাক্ষণ। নারকেল এই সর্বক্ষণের খিদে ভাব কমিয়ে দেয়। নারকেলের মধ্যে রয়েছে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড ফ্যাট, যা আমাদের খাবারের প্রতি ক্রেভিং কমিয়ে দেয় এবং পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ। জলখাবার হোক বিকেলের মুখরোচক খাবার, সব জায়গাতেই স্থান পেতে পারে নারকেল। অনেকেই নারকেল কোড়া এবং চিনি সহযোগে মুড়ি খেতে খুবই পছন্দ করেন। এই খাবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। 


মেটাবলিজম রেট বৃদ্ধি করায়- মানবদেহের মেটাবলিজম রেট বৃদ্ধি করতেও কাজে লাগে নারকেল। এর মধ্যে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে। মেটাবলিজম রেট বাড়লে দৈহিক ওজন এমনিতেই কমবে। অতএব যাঁরা ওজন কমাতে চাইছেন তাঁরা মেনুতে যোগ করতে পারেন নারকেলের জল। 


ভরপুর পুষ্টি নারকেলের জলেও- অনেকেই নারকেলের জল খেতে পছন্দ করেন। ডাবের জলের মতো, নারকেলের জলেও রয়েছে অনেক পুষ্টি উপকরণ যা সার্বিকভাবে আমাদের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। নারকেলের জল খেলে ডিহাইড্রেশনের সমস্যা দূর হয়। পেট অনেকক্ষণ ভরে থাকে। এছাড়াও পেট ঠান্ডা থাকে। বাড়িতে নারকেলের জল দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু পানীয় তৈরি করে নেওয়া যায়। 


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।


আরও পড়ুন- পুষ্টিগুণে ঠাসা পানিফল! খোসা ছাড়িয়ে মুখে ফেললেই লাভ