কলকাতা: দিগন্তে পলাশের রঙ। বসন্ত জাগ্রত দ্বারে৷ আজ রঙের উত্সব। তবে করোনা আবহে দোল খেলা নিয়ে দোলাচলে রাজ্যবাসী। রঙের উত্সব এবার অনেকটাই ফিকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই প্রকাশ্যে দোল খেলা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় এবার দোল খেলা নিয়ে সংশয়ে উত্সবপ্রিয় মানুষ। এরইমধ্যে রঙের উৎসবে মাতলেন প্রার্থীরা। প্রচারে বেরিয়ে প্রার্থীদের রঙের উৎসবের ছবি ধরা পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে।
প্রচারে বেরিয়ে রঙের উত্সবে মাতলেন বালির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। এদিন খামার পাড়া এলাকায় যেতেই স্থানীয় মহিলারা বাম প্রার্থীকে আবিরে রাঙিয়ে দেন। গণেশের পায়ে আবির দিয়ে দোলের দিন প্রচার শুরু করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন রমেশ মিত্র রোডে প্রচারের ফাঁকেই স্থানীয়দের সঙ্গে রং খেললেন তিনি।
ঢাকুরিয়া এলাকায় প্রচারে গিয়ে আবির খেলায় মাতলেন কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ। সঙ্গে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ও। দোলের দিন অভিনব প্রচারে ডায়মন্ড হারবার বিধানসভার বিজেপি প্রার্থী দীপক হালদার। এদিন আবদালপুর, জঙ্গলপাড়া এলাকায় প্রচার করতে করতেই স্থানীয়দের নিয়ে আবির খেলায় মেতে ওঠেন বিজেপি প্রার্থী।
শিলিগুড়িতে বসন্ত উত্সবে সামিল যুযুধান শিবিরের দুই প্রার্থী। এদিন সকালে ২০ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির সামনে লাল আবিরে মাতলেন শিলিগুড়ির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। অন্যদিকে, ২৪ নম্বর ওয়ার্ডে গেরুয়া আবির খেললেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।
দোলের সকালে বাড়িতে মা ভবতারিণীকে পুজো দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আবির খেলে দিন শুরু করলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। প্রতিবেশীদের সঙ্গে আবির খেলার পর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে সকালের সঙ্গে রঙের উত্সবে মাতলেন সুজিত বসু।
সকাল সকাল আবির খেলায় মাতলেন রামপুরহাটের তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। এদিন রামপুরহাট গার্লস স্কুলের মাঠে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা রঙের উত্সবের আয়োজন করে। সেখানে আবির খেলার পাশাপাশি, ছোটদের সঙ্গে নাচের তালে পা মেলান তৃণমূল প্রার্থী।
করোনা আবহে এবার রংহীন শান্তিনিকেতন। বিশ্বভারতীতে বন্ধ বসন্ত উত্সব। তবে ব্যক্তিগত উদ্যোগে নানা জায়গায় চলছে রং খেলা। প্রচারের ফাঁকে স্থানীয়দের সঙ্গে দোল-উত্সবে মাতলেন বোলপুরের তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক চন্দ্রনাথ সিংহ। রঙের উত্সবে মাতলেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। প্রাতর্ভ্রমণে বেরিয়ে সোজা চলে গেলেন কোন্নগরের বারো মন্দির ঘাটে। সেখানে নিজে আবির মাখলেন, অন্যদের মাখালেন বিজেপি প্রার্থী। সেরে নিলেন ভোটের প্রচার।