কলকাতা: আসছে হোলি (Holi 2022)। সারাদেশ এদিন রঙিন হয়ে উঠবে নানারকমের রঙে। যদিও গত দুটো বছরের বেশি সময় ধরে করোনা পরিস্থিতি চলার কারণে হোলি উদযাপনে বেশ কিছুটা প্রভাব পড়েছে। কিন্তু তারপরও পরিবার, প্রিয়জন, বন্ধুদের সঙ্গে রঙের উৎসব উদযাপনের জন্য দেশজুড়ে চলছে জোরকদমে প্রস্তুতি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানা জায়গায় দোল খেলা। পড়ুয়া থেকে অফিসকর্মীরা নিজেদের মতো করে দোল খেলা শুরু করে দিয়েছেন। রঙের উৎসবে আপনিও আপনার প্রিয়জন, বন্ধু, আত্মীয়দের নানা রঙিন হোয়াটসঅ্যাপ স্টিকার (WhatsApp Sticker) পাঠাতে পারেন। কীভাবে নতুন নতুন ডিজাইনের রঙিন হোয়াটসঅ্যাপ স্টিকার (Holi Special WhatsApp Sticker) ডাউনলোড করবেন, তা জেনে নিন।


গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই হোলি স্পেশাল হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করে নিতে পারবেন। ধাপে ধাপে দেখে নিন হোলি স্পেশাল হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করার পদ্ধতি-


আরও পড়ুন - Summer Health Tips: গরমে এই পদ্ধতিতে থাকুন ঠান্ডা ঠান্ডা কুল কুল


১. প্রথমে নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপটি ওপেন করুন।
২. এবার স্মাইলি আইকনে ক্লিক করুন।
৩. এবার সেখানে আপনি GIF এবং স্টিকারের অপশন পাবেন।
৪. সেখান থেকে স্টিকার অপশনটিতে ক্লিক করুন।
৫. এবার আপনাকে 'গেট মোর স্টিকারস' (Get More Sticker) অপশন দেখাবে। সেটিতে ক্লিক করুন।
৬. ক্লিক করার পরই আপনার ফোনে গুগল প্লে স্টোরের উইন্ডো খুলে যাবে।
৭. গুগল প্লে স্টোরে গিয়ে 'হ্যাপি হোলি (Happy Holi' সার্চ করুন।
৮. সার্চ দেওয়ার পরই আপনার সামনে অনেক হোলি স্পেশাল হোয়াটসঅ্যাপ স্টিকারের অপশন আসবে। 
৯. সেখান থেকেই আপনি পছন্দ মতো হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করে নিতে পারবেন।
১০. হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করার পর ফের নিজের হোয়াটসঅ্যাপে ফিরে আসুন।
১১. এবার স্টিকার অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ডাউনলোড করা স্টিকারগুলি চলে এসেছে।
১২. নিজের পছন্দ মতো সেগুলি পাঠাতে থাকুন প্রিয়জন, বন্ধুদের।