Eyelash Care Tips: রূপসজ্জা বিশেষজ্ঞদের অনেকেই বলেন সাজগোজের অন্যতম প্রধান বিষয় হল আপনার চোখের সাজ (Eye Makeup) কেমন হচ্ছে। কাজল, আই-লাইনারের সঠিক ব্যবহার এবং মাস্কারার ছোঁয়ায় চোখ দেখতে যত সুন্দর লাগবে, ততই আকর্ষণীয় হবে আপনার পুরো সাজ। ঘন চোখের পাতা (Long Eyelash) থাকলে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। আর এমন চোখের পাতায় মাস্কারা ব্যবহার করলে তা আরও নজরকাড়া হয়ে ওঠে। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় চোখের পাতা খুবই ছোট ছোট এবং তেমন ঘন নয়। চোখের পাতা ঘন এবং গাঢ় কালো রঙের করতে চাইলে ঘরোয়া উপায়েই মিলবে সমাধান। কী কী নিয়ম মেনে চললে আপনার চোখের পাতা ঘন এবং কালো হয়ে উঠবে অল্পদিনের মধ্যেই, জেনে নিন। 


গ্রিন টি 


ওজন কমানোর জন্য এই চা আজকাল প্রায় সকলেই খেয়ে থাকেন। তবে শুধু ওজন কমানো নয় গ্রিন টি আরও অনেক কাজেই লাগে। তার মধ্যে অন্যতম হল চোখের পাতা বা আইল্যাশ ঘন করা। গ্রিন টি- এর মধ্যে এমন অনেক উপকরণ রয়েছে যেগুলি মূলত চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চুলের গঠনও ভাল করে। তাই যাঁদের চোখের পাতা খুব ছোট ছোট এবং হাল্কা ভাবে বিন্যস্ত তাঁরা ব্যবহার করতে পারেন গ্রিন টি। গ্রিন টি- এর টি-ব্যাগ দিয়ে চা বানিয়ে নেওয়ার পর ওই টি-ব্যাগ ঠান্ডা করে তার মধ্যে তুলো চেপে ধরলে কিছুটা লিকার তুলোয় লেগে যাবে। এরপর এই তুলো ভালভাবে চোখের পাতায় বুলিয়ে নিন। নিয়মিত এই অভ্যাস করতে পারলে উপকার পাবেন। 


নারকেল তেল 


আমাদের চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করতে নারকেল তেল যেমন কাজে লাগে, তেমনই চোখের পাতার রুক্ষ-শুষ্ক ভাবও দূর করে এই উপকরণ। প্রথমে ভালভাবে চোখের পাতা জল দিয়ে পরিষ্কার করে নিন। এরপর নরম কাপড় দিয়ে চোখ মুছে নিতে হবে। তারপর তুলো নারকেলে তেলের মধ্যে ডুবিয়ে সেটা চোখের পাতায় লাগিয়ে নিন। এইভাবে কিছুক্ষণ রেখে তারপর চোখ আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর অতি অবশ্যই চোখ মুছে নিতে হবে। নিয়মিত এই অভ্যাস করলে আপনার চোখের পাতা ক্রমশ ঘন এবং কালো হয়ে উঠবে। তবে চোখ পরিষ্কার করা, মুছে শুকনো করা এবং নারকেল তেল তুলোয় ভিজিয়ে লাগানো - সমস্ত কাজের সময়েই সতর্ক থাকতে হবে আপনাকে। 


আরও পড়ুন- চোখের স্বাস্থ্যের খেয়াল রাখে গাজর, আর কীভাবে ভাল রাখে আমাদের শরীর? 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।