কলকাতা: সব বাড়িতেই কম বেশি টিকটিকি (Lizard) দেখা যায়। ঘরের দেওয়ালে, সিলিংয়ে নানা জায়গায় দেখা যায় এদের। সাধারণত টিকটিকি নিজে থেকে মানুষের তেমন একটা ক্ষতি না করলেও, ওদের মাধ্যমে মানুষের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। অনেক সময়ই আমরা নানা খবরে পড়ি, খাবারে টিকটিকি পড়ে যাওয়া কারণে বিষক্রিয়া হয়েছে। কিন্তু বাড়িতে যদি কুকুর থাকে, তাহলে তাদের জন্য বিপজ্জনক হতে পারে এই জীব। অনেকেই আবার টিকটিকিতে ভয় পান। চান না বাড়িতে টিকটিকি থাকুক। ঘরোয়া উপায়েই বাড়ি থেকে টিকটিকির উপদ্রব কমানো সম্ভব। বিষ প্রয়োগ করে হত্যা নয়, বরং বাড়ি থেকে ওদের সরিয়ে দেওয়াটাই মুখ্য বিষয়। জেনে নেওয়া যাক এমন কিছু ঘরোয়া পদ্ধতি, যাতে টিকটিকি বাড়িতে না থাকে।


১. কফি- বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টিকটিকি কফির গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। কফির ডেলা তৈরি করে ঘরের কোনায় কোনায় রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা। কফির গন্ধে ঘরের আশপাশেও দেখা যাবে না টিকটিকিকে।


২. ন্যাপথলিন- পোশাক থেকে অনেক কিছুই পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচানোর জন্য আমরা ন্যাপথলিন ব্যবহার করে থাকি। বাড়ি থেকে টিকটিকির উপদ্রব কমানোর জন্য বাড়ির নানা জায়গায় ন্যাপথলিনের বল রাখুন।


আরও পড়ুন - Health Tips: বাতের ব্যথায় ভুগছেন? এই খাবারগুলো খাচ্ছেন না তো?


৩. গোলমরিচ- গোলমরিচের গন্ধও একেবারেই সহ্য করতে পারে না টিকটিকি। যেখানে টিকটিকি বেশি দেখা যা বাড়িতে, সেই জায়গায় গোলমরিচ স্প্রে করে দিতে পারেন। 


৪. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টিকটিকি সাধারণত গরম জায়গায় থাকতে পছন্দ করে। তাই ঘরের গরম জায়গায় ওদের দেখা যায়। ঠান্ডা জায়গা একেবারেই পছন্দ নয় ওদের। ঠান্ডা জলের স্প্রে করে দিলেও টিকটিকি দূর করা সম্ভব।


৫. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়ি থেকে টিকটিকির উপদ্রব কমাতে ঘরের নানা জায়গায় পেঁয়াজ কেটে রাখতে পারেন। গন্ধে ঘরের কাছে ঘেঁষবে না।


৬. পেঁয়াজের মতো রসুনের গন্ধেও টিকটিকি দূরে পালায়। একই পদ্ধতিতে রসুন রাখলেও টিকটিকির সমস্যা থেকে দূরে থাকবেন। 


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টিকটিকির সমস্যা দূর করার জন্য সবার আগে বাড়ি পরিস্কার রাখা প্রয়োজন। ধুলো ময়লা জমে না থাকলে টিকটিকির সমস্যা বিশেষ দেখা যায় না। এছাড়াও সময় মতো দরজা জানালা বন্ধ রাখতে হবে। যে যে জায়গা দিয়ে টিকটিকি ঢোকার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলি বন্ধ রাখুন।