How To Identify Fake Rating Review: বর্তমানে অনলাইনে হোটেল, রেস্তরাঁ বুকিংয়ের চল অনেকটাই বেড়ে গিয়েছে। একইভাবে অনলাইনে বিভিন্ন জিনিস কেনাকাটাও বেড়েছে। ধরা যাক, সেটা জামাকাপড় বা মোবাইল বা আসবাবপত্র। অনলাইন সাইটে এদের রিভিউ দেখে নিয়ে তবেই কেনা হয়। কিন্তু এই রিভিউয়ের মধ্যে প্রচুর ফেক রিভিউও থাকে। টাকা দিয়ে ফেক রিভিউ করিয়ে বাড়ানো হয় সংস্থা বা জিনিসের মান। আর এই ফেক রিভিউয়ের কবলে পড়ে ঠকে যান সাধারণ মানুষেরা। অনলাইনে কোনও কিছু কেনা বা বুক করার আগে কয়েকটি কাজ করলে আর ঠকতে হবে না।


কীভাবে রিভিউ ও রেটিং দেখে জিনিস পছন্দ করা উচিত ?



  • রেটিং - রেটিং বেশি ও বেশি মানুষ দিয়েছে। এমন সংস্থা বা জিনিসের মান অঙ্কের হিসেবে বেশি ভাল।

  • রিভিউ  -  কোন সংস্থার বা জিনিসের সপক্ষে বিস্তারিত রিভিউ লেখা রয়েছে লক্ষ করুন। একটা দুটো শব্দে লেখা রিভিউ এড়িয়ে চলুন।

  • রিভিউ ও রেটিং - এবার দুটো মিলিয়ে বিচার করুন। কোনটার রেটিং তুলনায় বেশি দেখুন। পাশাপাশি দেখুন  কটা বিস্তারিত রিভিউ রয়েছে। সেই মতো জিনিস কিনুন।


ফেক রেটিং ও রিভিউ থেকে বাঁচার উপায়



  • ফেক রিভিউ - ফেক রিভিউয়ে বেশি কথা লেখা থাকে না। সাধারণত অল্প শব্দে লেখেন রিভিউয়ার। সেই রিভিউগুলি বিশ্বাস না করাই ভাল।

  • ফেক রেটিং - ফেক রেটিং সাধারণত ৫-এ ৫-ই দেওয়া হয়। খুব কম হলে সেটি চার হয়। একই সঙ্গে লক্ষ করবেন, রিভিউ খুব কম থাকে বা থাকে না। শুধু এমন রেটিং রয়েছে দেখলে তাতে বিশ্বাস না করাই ভাল।

  • রিভিউয়ারের প্রোফাইল - রিভিউয়ারের প্রোফাইলে গিয়ে কতগুলি রিভিউ রয়েছে লক্ষ করুন। সাধারণত ফেক রিভিউয়ারের প্রোফাইলে বেশি রিভিউ থাকে না।

  • রিভিউয়ে শুধুই প্রশংসা - আগাগোড়া শুধু প্রশংসাবাক্য লিখলে তাকে রিভিউ বলে না। সে যত বড়ই হোক। এই ধরনের রিভিউয়ে সত্যিকারের হলেও ঠকতে পারেন। কারণ ওই ব্যক্তির ভাল লাগার সঙ্গে আপনার ভাল লাগা নাও মিলতে পারে। তাই সংস্থা বা জিনিসের বর্ণনা রয়েছে এমন রিভিউয়ে বেশি ভরসা রাখুন।

  • নেগেটিভ রিভিউ -  নেগেটিভ ও বিশদে লেখা রিভিউগুলি কিন্তু একদিক থেকে উপকারী। কারণ এই রিভিউগুলিতে অনেক ক্ষেত্রে সত্যিকারের অভিজ্ঞতা লেখা হয়। ফলে আপনার খারাপ অভিজ্ঞতা কী হতে পারে, তা আগে থেকেই জেনে নিতে পারবেন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Walking Ideas To Lose Weight: হাঁটাহাঁটির সময় করুন এই কাজ, ওজন কমবে দ্রুত