কলকাতা: মধুমেহ (Diabetes) রোগে আক্রান্ত হওয়ার কোনও নির্দিষ্ট বয়স নেই।  ছোট থেকে বড়, যেকোনও বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৬ মাসের বাচ্চাও মধুমেহ রোগে আক্রান্ত হতে পারে। তবে, ৬ মাসের কম বয়সের শিশুদের (Infant) মধ্যে যদি এই অসুখ দেখা দেয়, তাহলে তা প্রাথমিক পর্যায় থাকে। এবং ৬ মাসের ছোট বাচ্চাদের মধুমেহ সেরে যাওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু বয়স যখনই ৬ মাসের বেশি হয়ে যায়, তখনই তা চিরস্থায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত মধুমেহ এমন একটা অসুখ, যা একবার শরীরে দেখা দিলে তা চিরস্থায়ী হয়ে যায়। কিন্তু, বাচ্চার যদি জন্ম থেকেই মধুমেহ রোগ দেখা দেয়, তাহলে তা ৬ মাসের বয়সের আগে থাকলে ওষুধেই সেরে যায়। কিন্তু বয়স ৬ মাস পেরোলেই তা টাইপ ওয়ান ডায়াবিটিসে রূপ নেয়। যাঁরা টাইপ ওয়ান ডায়াবিটিসে আক্রান্ত হন, তাঁদের এই রোগ সারাজীবন বয়ে বেড়াতে হয়। ইনসুলিন নেওয়া থেকে খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলে নজর রাখতে হয় কড়াভাবে।


যে লক্ষণ দেখে বুঝবেন বাচ্চার মধুমেহ রয়েছে-


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাচ্চার ডায়পার যদি তুলনায় বেশি ভেজা থাকে এবং বারবার বদলানোর দরকার পড়ে, তাহলে বুঝতে হবে বাচ্চার মধুমেহ রয়েছে।


২. বাচ্চার মধ্যে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিলেও তা মধুমেহর লক্ষণ।


আরও পড়ুন - Health Tips: যে ভুলগুলোর মাধ্যমে নিজের অজান্তেই ওজন বাড়িয়ে ফেলছেন


৩. অত্যধিক জল পিপাসা পাওয়া কিংবা একেবারেই জল খেতে না চাওয়া মধুমেহ রোগের লক্ষণ।


বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বাচ্চাদের মধ্যে মধুমেহ রোগের কোনও লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ করা প্রয়োজন।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।