Dark Circle Problem: অনেকেরই চোখের তলায় সবসময় কালি পড়ে থাকে। চোখের তলায় সারাবছর কালি পড়ে থাকে। গাঢ় কালচে দাগছোপ দেখা যায় চোখের তলায়। এই ডার্ক সার্কেলের সমস্যা একাধিক কারণে দেখা দিতে পারে। নিয়মিত রাতে ঘুম কম হলে চোখের তলায় কালি পড়তে পারে। শরীরে আয়রনের ঘাটতি থাকলেও চোখের তলায় ডার্ক সার্কেলের সমস্যা দেখা যায়। এই কালচে ছোপ দূর করতে বাড়িতেই কী কী উপায়ের সাহায্য নিতে পারেন আপনি? জেনে নিন।
সহজে এবং ঘরোয়া কোন কোন পদ্ধতিতে ডার্ক সার্কেলের সমস্যা দূর করা সম্ভব সেগুলি জেনে নিন
- চোখের তলার কালচে দাগছোপ কম সময়ে দূর করতে আলুর রস ব্যবহার করতে পারেন টানা কয়েকদিন। ছোট টুকরো করে আলু কেটে ঘষে নিন। তারপর সেই রস লাগিয়ে নিন চোখের চারপাশে। পরপর কয়েকদিন নিয়ম করে আলুর রস লাগালে চোখের তলার কালচে দাগছোপ দূর হবে।
- বরফের টুকরো চোখের চারপাশে নিয়ম করে ঘষলে শুধু কালচে দাগছোপ নয়, ফোলা ভাবও দূর হবে সহজে। তাই ছোট টুকরো বরফ নরম রুমালে নিয়ে কিংবা সরাসরি চোখের চারপাশে ঘষতে পারেন। অল্প কয়েকদিনের মধ্যেই উপকার পাবেন।
- ট্যান তোলার জন্য অনেকেই টোম্যাটোর রস ব্যবহার করেন। ডার্ক সার্কেলের সমস্যা কমাতেও টোম্যাটোর রস কাজে লাগে। তবে টোম্যাটোর রস লাগানোর ক্ষেত্রে সাবধান থাকুন, যাতে চোখে ঢুকে না যায়।
- যাঁদের সারাবছর ডার্ক সার্কেলের সমস্যা থাকে, তাঁরা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আন্ডার আই ক্রিম ব্যবহার করুন। তবে একদিন ব্যবহার করলে হবে না। আন্ডার আই ক্রিম নিয়মিত লাগাতে পারলে ডার্ক সার্কেলের সমস্যা দূর হবে।
- চোখের নীচের কালি দূর করতে শসার রস ব্যবহার করতে পারেন। অল্প কয়েকদিন ব্যবহার করলেই ফল পাবেন। শসা ছোট করে কেটে ঘষে নিয়ে রস করতে হবে। তারপর তুলো দিয়ে তা লাগাতে হবে। ডার্ক সার্কেলের সমস্যা দূর হবে এই উপকরণ ব্যবহার করলে।
- গ্রিন টি- এর টি ব্যাগ ব্যবহার করে রেখে দিন। ঠান্ডা গ্রিন টি- এর টি ব্যাগ চোখের উপর দিয়ে আলতে হাতে চেপে চেপে ব্যবহার করুন। দূর হবে ডার্ক সার্কেল। এমনি টি-ব্যাগও নিয়মিত ব্যবহার করলে ডার্ক সার্কেলের সমস্যা দূর হবে নিমেষে।