Smartphones Under Rs 10000: ভারতে হাজির আইটেল সংস্থার নতুন স্মার্টফোন। দাম ৭০০০ টাকারও কম। আইটেল এ৯০ লঞ্চ হয়েছে দেশে। এই স্মার্টফোনে রয়েছে একটি অক্টা-কোর octa-core Unisoc T7100 চিপসেট। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। আইটেল এ৮০ ফোনের সাকসেসর হিসেবে এই মডেল লঞ্চ হয়েছে ভারতে। আইটেল এ৯০ ফোনে ৬.৬ ইঞ্চির স্ক্রিন রয়েছে। এছাড়াও রয়েছে ডায়নামিক বার ফিচার। আইটেল সংস্থার এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে। এর পাশাপাশি ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে আইটেল এ৯০ ফোনে।
ভারতে আইটেল এ৯০ ফোনের দাম কত
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৬৯৯৯ টাকা। আইটেল এ৯০ ফোনের এই দুই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে স্টারলাইট ব্ল্যাক এবং স্পেস টাইটেনিয়াম- এই দুই রঙে। আপাতত দেশের নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাচ্ছে। ১০০ দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং জিও সাভন প্রো- তে ৩ মাসের ফ্রি সাবস্ক্রিপশনের অফারও পাবেন আইটেল এ৯০ ফোন কিনলে।
আইটেল এ৯০ ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
- ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD স্ক্রিন রয়েছে আইটেল এ৯০ ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই স্ক্রিনে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে।
- এই ফোনে একটি ডায়নামিক বার ফিচার রয়েছে যার মাধ্যমে ইউজাররা নোটিফিকেশন এবং অন্যান্য অ্যালার্ট সহজে দেখতে পাবেন।
- আইটেল এ৯০ ফোনে ভার্চুয়াল র্যাম এক্সপ্যানশন ফিচারের সাপোর্ট রয়েছে। এর মাধ্যমে ইনবিল্ট ৪ জিবি র্যাম বাড়ানো যাবে ৮ জিবি পর্যন্ত।
- অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। Itel OS 14- র সাহায্যে পরিচালিত হবে আইটেল এ৯০ ফোনে।
- এই ফোনে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- আইটেল এ৯০ ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন।
- ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে আইটেল এ৯০ ফোনে। এর সঙ্গে পাবেন ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। ফেস আনলক ফিচার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সাপোর্ট রয়েছে আইটেল এ৯০ ফোনে।