নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের আসর। তবে আইপিএল শেষের পরেই মহাগুরুত্বপূর্ণ সিরিজ়ে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এই সিরিজ়ের মাধ্যমে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে চলেছে। বিরাট কোহলি ও রোহিত শর্মা, দুই মহাতারকাই টেস্ট থেকে অবসর নিয়েছেন। রোহিতের অবসরে ভারতীয় ক্রিকেটে বর্তমানে সবথেকে বড় প্রশ্ন হল টিম ইন্ডিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন?

ভারতের টেস্ট সহ-অধিনায়ক ছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সেই অনুযায়ী বুমরার পক্ষেই পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকেই বুমরাকে এগিয়ে রাখছেন। তবে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) ভোট কিন্তু একেবারেই বুমরার পক্ষে নয়। শাস্ত্রীর মতে ভারতীয় দলের ভবিষ্যতের কথা ভেবে তরুণ কারুর দিকে তাকানো উচিত। শাস্ত্রীর মতে বুমরা দীর্ঘদিন পর চোট সারিয়ে ফিরছেন এবং তাঁকে অধিনায়কত্ব করার বাড়তি চাপ না দেওয়াই ভাল।

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, 'আমার জন্য অস্ট্রেলিয়ার পরে বুমরাই অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার। তবে আমি চাই না যশপ্রীত অধিনায়ক হোক। তার জেরে বোলার বুমরার ক্ষতি হতে পারে। আমার মতে ওর শরীর কথা ভেবে ওকে এক এক করে ম্যাচ দেখে এগনো উচিত। একটা বড় চোট সারিয়ে ও সবে ফিরছে। আইপিএল খেলেছে বটে, তবে সেটা তো চার ওভারের খেলা। টেস্টে ওকে ১০ থেকে ১৫ ওভার করে করতে হবে। এই পরিস্থিতিতে ওর ওপর অধিনায়কত্বের বোঝা চাপানোর থেকে খারাপ কিছু হতে পারে না।'

ভারতীয় দলের জনাকয়েক ক্রিকেটার যাঁরা তিন ফর্ম্যাটেই খেলেন, তাঁদের মধ্যে একজন বুমরা। তাঁকে অনেকেই ভারতীয় দলের সম্পদ মনে করেন। তাই বুমরাকে ফিট রাখার জন্য সবসময়ই প্রচেষ্টাও করা হয়। কিন্তু বুমরা হালে চোটআঘাতে ভুগেছেন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও প্রয়োজন রয়েছে। বুমরা তাই নিজেই নাকি অধিনায়ক হওয়ার দৌড় থেকে সরে এসেছেন। তারকা বোলার ভারতীয় নির্বাচকদের জানিয়েছেন তিনি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের সবকয়টি ম্যাচ খেলতে পারবেন না।

ভারতীয় দল নিজেদের পরের সিরিজ়েই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে। শোনা যাচ্ছে নির্বাচকরাও চাইছেন এমন একজনকে অধিনায়ক করতে যিনি পাঁচ ম্যাচই খেলতে পারবেন। শুভমন গিলের ক্ষেত্রে এমন সমস্যা নেই বললেই চলে। তিনি সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়কও বটে। তাই গিলকে এই দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে।