নয়াদিল্লি: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং বিনোদ কাম্বলির (Vinod Kambli) বন্ধুত্বের বিষয়ে সকলেই জানেন। একেবারে ছোটবেলায় স্কুল থেকে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামা, দুইজনে একসঙ্গে লম্বা সফর করেছেন। তবে একদিকে যেখানে সচিন অবসরের পরেও, বর্তমান বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার, সেখানে সংসার চালাতেই নাজেহাল কাম্বলি।


৩০ হাজার পেনসন


বিনোদ কাম্বলি সচিনের থেকে দ্রুত গতিতে এবং ভালভাবে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। নিজের প্রথম সাত টেস্টেই কাম্বলি দুইটি দ্বিশতরানসহ কাম্বলি ১১৩.২৯ গড়ে মোট ৭৪৩ রান করেছিলেন। তবে তারপর ধীরে ধীরে তাঁর কেরিয়ারগ্রাফ নীচের দিকে নামতে থাকে। উশৃঙ্খল জীবনযাপন কাম্বলির পতনের বড় কারণ বলে মনে করা হয়। নয় বার দলে কামব্যাক করার পর, অবশেষে তাঁকে দল থেকে চিরতরে বাতিল করে দেওয়া হয়। এখন পরিস্থিতি এমনই যে বিসিসিআইয়ের ৩০ হাজার টাকা পেনসনে কোনওরকমে দিন কাটছে তাঁর। হন্যে হয়ে কাজের খোঁজে তিনি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে কাম্বলি বলেন, 'আমি একজন অবসর নেওয়া ক্রিকেটার যে সম্পূর্ণরূপে বিসিসিআইয়ের পেনসনের ওপর নির্ভরশীল। একমাত্র বিসিসিআইয়ের তরফেই আমার কাছে এখন অর্থ আসে। এরজন্য আমি বোর্ডের কাছে চিরকৃতজ্ঞ কারণ, এর ফলেই আমরা সংসার চলছে। আমার কাজের দরকার যেখানে আমি ছোটদেরকে শেখাতে পারি। আমি মুম্বই ক্রিকেট সংস্থার কাছে সাহায্য চাইছিলাম। এক কমিটিতে আমায় নিযুক্তও করা হয়, তবে সেটা সাম্মানিক কাজ। আমার তো সংসার চালাতে হয়। আমি মুম্বই ক্রিকেট সংস্থাকে বহুবার বলেছি যে আমার প্রয়োজন হলে, তা সে ওয়াংখেড়েতেই হোক বা বিকেসিতে, আমি সবসময় আছি।'


সব জানেন সচিন


কাম্বলিকে সচিন অতীতে তাঁর মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমিতে কাজ দিয়েছিলেন বটে, তবে তাঁকে অনেকটা দূর যেতে হত, যা তাঁর শরীরে প্রভাব ফেলত বলেই সেই কাজ ছাড়তে বাধ্য হন তিনি। তবে সচিন তাঁর পরিস্থিতির কথা জানলেও, সচিনের থেকে আবারও আলাদা করে সাহায্যের আশা রাখছেন না তিনি। 'সচিন সবটাই জানে। তবে আমি ওর থেকে কিছু আশা করছি না। ও তো আগেও আমায় কাজ দিয়েছে। ও সবসময় আমার পাশে থেকেছে এবং বন্ধু হিসাবে ওর তুলনা হয় না।' জানান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। 


আরও পড়ুন: রাহুল না গিল, প্রথম ওয়ান ডেতে ওপেন করবেন কে?