নয়াদিল্লি : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে শনিবার ভারতে ২১৪ জন নতুন করে করোনভাইরাস সংক্রমিত হয়েছে। সারা দেশে এখনও পর্যন্ত করোনার সক্রিয় কেসের  সংখ্যা সামান্য বেড়ে দাঁড়াল আড়াই হাজারের মতো ( 2,509 ) । সারা দেশে মোট কোভিড ১৯ ভাইরাসে (  COVID-19 ) আক্রান্তের সংখ্যা হল ৪.৪৬ কোটি (4,46,79,761)।


গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মধ্যে চারটি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  সেই সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৭১৮ ( 5,30,718 with four deaths)-এ পৌঁছেছে ।  কেরলে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একজন মারা গিয়েছেন মহারাষ্ট্রে।  উত্তর প্রদেশে একজন মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে।  সকাল ৮ টায় পাওয়া রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে।  


এক নজরে করোনা আপডেট 



  • গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৮ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩৪। 

  • দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৯ হাজার ৩১৯।

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৭১০ জনের।

  • গত ২৪ ঘণ্টায় করোনায় কেরলে মৃত্যু হয়েছে ৩ জনের।

    যে চিনে করোনার উৎপত্তি, সেখানে আবারও, ভয়াবহ আকার নিয়েছে কোভিড পরিস্থিতি!
    অবস্থা এমন যে, হাসপাতালে মিলছে না জায়গা। হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা।  শুধু চিন নয়, বর্তমানে,
    আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম জার্মানি, ফ্রান্সে দাপট দেখাচ্ছে, BF.7।

    ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 কতটা সংক্রমক?

    বিশেষজ্ঞরা বলছেন, অত্য়ন্ত দ্রুত গতিতে সংক্রমণ ছড়াতে পারে এই ভ্য়ারিয়েন্ট। একজন আক্রান্ত অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। উপসর্গগুলিও মোটের ওপর একই রকম। ঠান্ডা লাগা, জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, শরীরে অসহ্য় ব্যথা, গলা ব্য়থা, সর্দি। শুধু তাই নয়, আগে কোভিড আক্রান্ত হয়েছেন যাঁরা, তাদেরও ফের সংক্রমিত করতে পারে বিএফ.৭। এমনকি, যারা কোভিডের টিকা নিয়েছেন, তাদেরও সংক্রামিত করতে পারে এই কোভিড সাবভ্যারিয়েন্ট।

    তবে বিশেষজ্ঞরা বলছেন, আশার আলো একটাই, এখনও পর্যন্ত করোনার এই সাব ভ্য়ারিয়েন্টে আক্রান্তদের মধ্য়ে মৃত্য়ুর হার অত্য়ন্ত কম।