কলকাতা: পরিবেশ দূষণের কী কী কারণ? যদি তার একটি তালিকা করা যায়। তাহলে একদম উপরের দিকে থাকবে প্লাস্টিক। এই উপাদান মানব সভ্যতাকে একধাক্কায় অনেকটা এগিয়ে দিলেও, উল্টো পাল্লায় যোগ করেছে ভয়াবহ সব ঝুঁকি। আজ বিশ্বে দূষণের অন্যতম প্রধান কারণ প্লাস্টিক বা প্লাস্টিকজাত সামগ্রী। পরিবেশ বাঁচাতেই বিশেষ ধরনের প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে পদক্ষেপ করেছে বিশ্বের একাধিক দেশ। যার মধ্যে রয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগও (Single Use Plastic Bag). এই নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই প্রতিবছর ৩ জুলাই পালিত হয় ইন্টারন্য়াশনাল প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস (International Plastic Bag Free Day)।


ভারতে চলতি বছরের ১ জুলাই থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের উপর (Single Use Plastic Bag)।


কবে থেকে শুরু লড়াই:
অন্তত দুই দশক আগে থেকে এই নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ করার জন্য় পরামর্শ দিয়েছে পরিবেশবিদ, বিজ্ঞানীরা। Bag Free World নামের একটি উদ্য়োগ থেকেই শুরু হয়েছে এই উদ্যোগ। ১৯৯৭ সালে একটি গবেষণায় সামনে আসে উদ্বেগজনক তথ্য। সমুদ্রে চমকে দেওয়ার মতো প্লাস্টিকজাত সামগ্রীর হদিশ পাওয়া যায়, যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে চলেছে। তারপরেই আন্তজার্তিক স্তরে এই নিয়ে আলোচনা শুরু হয়। ২০০২ সালে বিশ্বে প্রথম দেশ হিসেবে বাংলাদেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। তারপর থেকে বিভিন্ন দেশে এই পদক্ষেপ করা হয়েছে।    


প্রয়োজন সচেতনতা:
পরিবেশ ভাল রাখতে দৈনন্দিন জীবনে প্লাস্টিক ব্য়বহার বন্ধ করা অত্যন্ত প্রয়োজন। প্লাস্টিক সামগ্রী প্রকৃতিতে মেশে না। অবৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করতে গেলে পরিবেশের মারাত্মক ক্ষতি করে। সমুদ্রে প্লাস্টিক সামগ্রী মেশার ফলে সামগ্রিক সামুদ্রিক বাস্তুতন্ত্র (Ecosystem) ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। প্রভাব পড়ছে বিভিন্ন প্রজাতির জীবনপ্রক্রিয়ায়, যার ফলে বিঘ্নিত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। মাটিতেও দূষণ ছড়াচ্ছে প্লাস্টিক। ফলে বাদ যাচ্ছে খাদ্য শৃঙ্খলায় বিপদের আশঙ্কাও। প্লাস্টিক ব্য়বহারের পক্ষে যাঁরা কথা বলে থাকেন, তাঁরা প্লাস্টিক রিসাইক্লিংয়ের কথা বলেন। কিন্তু সারা বিশ্বে মোট ব্য়বহৃত প্লাস্টিকের নগণ্য শতাংশ পুনর্নবীকরণ হয়। বাকিটা জমতে তাকে পরিবেশেই।


আরও পড়ুন:  ২০ টাকার চায়ে ৫০ টাকা সার্ভিস চার্জ, 'অবাক-চা পান' ট্রেনযাত্রীর