Jio Best Saving Plans: ৩ জুলাই অর্থাৎ বুধবার থেকে দাম বেড়েছে জিও-র বিভিন্ন প্ল্যানগুলির (jio new recharge plans) নতুন দামের প্ল্যানগুলির মধ্যে কোনগুলি এখন রিচার্জ করলে খরচ কিছুটা কম পড়বে ? প্রথমে প্রতি প্ল্যানের বিশদ তথ্য দেওয়া হল। এর পরেই রয়েছে প্রতি প্ল্যান ধরে ধরে তুলনা, সেখানেই পাবেন সাশ্রয়ী প্ল্যানগুলির খোঁজ।
২৮ দিন বা ১ মাসের প্ল্যান
- ১৫৫ টাকার প্ল্যান এখন ১৮৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, মাসে ২ জিবি ডেটা, এসএমএস।
- ২০৯ টাকার প্ল্যান এখন ২৪৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।
- ২৩৯ টাকার প্ল্যান এখন ২৯৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস (jio new plans)।
- ২৯৯ টাকার প্ল্যান এখন ৩৪৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস। ৫জি।
- ৩৪৯ টাকার প্ল্যান এখন ৩৯৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২.৫ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।৫জি।
- ৩৯৯ টাকার প্ল্যান এখন ৪৪৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ৩ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস। ৫জি।
৫৬ দিন বা ২ মাসের প্ল্যান
- ৪৭৯ টাকার প্ল্যান এখন ৫৭৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস (jio new tariff plans)।
- ৫৩৩ টাকার প্ল্যান এখন ৬২৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।৫জি।
৮৪ দিন বা ৩ মাসের প্ল্যান
- ৩৯৫ টাকার প্ল্যান এখন ৪৭৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, মাসে ৬ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।
- ৪৭৯ টাকার প্ল্যান এখন ৫৭৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস (jio new best saving plans)।
- ৬৬৬ টাকার প্ল্যান এখন ৭৯৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।
- ৭১৯ টাকার প্ল্যান এখন ৮৫৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।৫জি।
- ৯৯৯ টাকার প্ল্যান এখন ১১৯৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ৩ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।৫জি।
এক বছরের প্ল্যান
- ১৫৫৯ টাকার প্ল্যান এখন ১৮৯৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, বছরে অর্থাৎ ৩৩৬ দিন (২৮ দিনের হিসেবে এক বছর) ২৪ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।
- ২৯৯৯ টাকার প্ল্যান এখন ৩৫৯৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২.৫ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।৫জি।
কোন প্ল্যানগুলি সাশ্রয়ী (Jio Pocket Friendly Plans)?
১. ডেটা কম লাগলে -
- একদম কম ডেটা প্রয়োজন হলে ও একবারে বেশি টাকা খরচ করতে না চাইলে ১৮৯ টাকার প্ল্যান রিচার্জ করা ভাল।
- কিছুটা বেশি টাকা খরচ করতে পারলে তিন মাসের ৪৭৯ টাকার প্ল্যান রিচার্জ করা ভাল।
- আর একবারে ২০০০ টাকা মতো খরচ করতে পারলে ১৮৯৯ দিয়ে ৩৩৬ দিনের রিচার্জই করিয়ে নিতে পারেন।
২. ডেটা বেশি লাগলে -
- প্রয়োজন বুঝে ১ জিবি বা ১.৫ জিবি বা ২ জিবি ডেটা রিচার্জ করতে পারেন।
- তবে একবারে বেশি টাকা খরচ করতে না চাইলে ২৮ দিনের প্ল্যান রিচার্জ করতে পারেন।
- কিছুটা বেশি টাকা খরচ করতে পারলে তিন মাসের প্ল্যানগুলি রিচার্জ করা ভাল। ১ মাসে ১ জিবি প্ল্যানে ২৪৯ টাকা। ৩ মাসের একবারে করলে ৫৭৯ টাকা অর্থাৎ প্রতি মাসে ১৯৩ টাকায় হয়ে যাচ্ছে।
- একবারে ৩০০০ টাকা মতো খরচ করতে পারলে একবারে বছরের রিচার্জ করে নেওয়াই ভাল। এতে প্রতি মাসে ২৯৯ টাকা পড়ছে। অর্থাৎ ১.৫ জিবি ডেটার মাসিক দামে ২.৫ জিবি ডেটা প্ল্যান পাচ্ছেন।
- যদি এত নেট না লাগে, ১.৫ জিবি বা ২ জিবির নেট প্যাক ৩ মাসের হিসেবে রিচার্জ করা ভাল। কারণ ২ জিবি ডেটার ২৮ দিনের প্ল্যানে খরচ ৩৪৯ টাকা। সেখানে ৩ মাসের ৮৫৯ টাকা রিচার্জ করালে প্রতি মাসে ২৮৬ টাকা পড়বে।
৩. ৫জি ডেটা লাগলে -
- প্রতিদিন ২ জিবি বা তার বেশি ডেটা প্ল্যানের ক্ষেত্রে ৫জি নেট পাওয়া যাবে। যে যে প্ল্যানগুলির পাশে উপরে ৫জি লেখা, সেগুলি রিচার্জ করলেই ৫জি স্পিডে নেট মিলবে।
- তবে এর মধ্যে দামের তুলনা আগের মতোই হবে। সেই মতো খরচ বুঝে রিচার্জ করে নিতে হবে।
আরও পড়ুন - Spice Adulteration Checking Tips: ভারতের ১১১ মশলা নিষিদ্ধ করল FSSAI, আপনার মশলা নিরাপদ ? পরখ করুন এভাবে
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।