Destination Dupe All You Need To Know: ঘুরতে যেতে অনেকেই ভালবাসেন। কিন্তু সাধ ও সাধ্যের মধ্যে মেলবন্ধন ঘটাতে পারলে তবেই না ভ্রমণ করে আনন্দ। এই সাধকে সাধ্যে পরিনত করতে অনেকেই টাকাপয়সা অনেকদিন ধরে জমান। পরিকল্পনা করেন। বাজেটের মধ্যে রাতে ঘোরা হয়ে যায়, তার চেষ্টা করেন। কিন্তু সবসময় তার কুলিয়ে ওঠে না। যা বাজেট তার থেকে মাঝে মাঝে পেরিয়ে যায়। তাই এসবের সমাধান খুঁজতে পারেন একটি বিশেষ ধরনের ভ্রমণে। এই ট্রাভেলিংয়ের নাম ডেস্টিনেশন ডুপিং।


ডেস্টিনেশন ডুপিং আসলে কী ?



  • বাজেটের কমানোর একটা সেরা ফন্দি। তবে শুধু যে বাজেট কমে যায় তা নয়‌। রয়েছে আরও বেশ কিছু উপকার। ডেস্টিনেশন ডুপিং বলতে বোঝায় আদতে যে জায়গায় আপনি যেতে চান, তেমনই দেখতে অন্য একটি জায়গায় যাওয়া। 

  • ধরা যাক, আপনি যেতে চান পুরী। শুধুই সমুদ্র উপভোগের জন্য। কিন্তু তার বদলে দীঘা চলে গেলেন খরচ কমল। একই সমুদ্র একই ভিড়। আবার যদি দীঘার বদলে বকখালি যান, তাহলে ভিড়টা অনেক এড়ানো যায়। সমুদ্র একটু অন্যরকম হলেও সেটা সমুদ্র। 

  • অফবিট ট্রাভেলিংয়ের সঙ্গে ডেস্টিনেশন ডুপিংয়ের মিল রয়েছে কিছুটা। কিন্তু আদতে দুটি এক জিনিস নয়। অফবিট বলতে যেকোনও স্থানকে বোঝানো হয়। সেটি আদতে যেখানে আপনার যাওয়ার ইচ্ছে সেই স্থানের মতো নাও হতে পারে। তবে অফবিটের মতোই সেখানে ভিড় কম। বাজেটও কম। 


ডেস্টিনেশন ডুপিং করলে কী কী লাভ ?



  • ডেস্টিনেশন ডুপিংয়ে ঘোরাঘুরির বাজেট অনেকটা কমে যায়।

  • ডেস্টিনেশন ডুপিং করলে নিরিবিলি কোনও স্থানে ভিড় ছাড়াই নিজের মতো কাটানো যায়। 

  • এই ধরনের ভ্রমণে প্রকৃতি উপভোগ আরও ভাল হয়। 

  • প্রকৃতি উপভোগের পাশাপাশি যাতায়াতের জন্য ওয়েটিং লিস্ট ভাড়া বেশি চাওয়ার ঝামেলা থাকে না। 


সিলিকন ভ্যালির ডেস্টিনেশন ডুপ


সম্প্রতি বেঙ্গালুরু সেরা ডেস্টিনেশন ডুপের তালিকায় ছয় নম্বর স্থান অর্জন করেছে। এই স্থান অর্জন করার অন্যতম কারণ বেঙ্গালুরু শহরটির দৃশ্য। এক ভ্রমণ সংস্থার  রেটিংয়ে বলা হয়েছে, বেঙ্গালুরু নিয়ে প্রায় ১৮.৮ মিলিয়ন পোস্ট রয়েছে ইনস্টাগ্রামে। এত কোটি কোটি ছবির নিরিখেই বেঙ্গালুরুকে  বলা হচ্ছে। কারণ এই এলাকার সঙ্গে মিল রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির! এবার তাহলে ছকে ফেলতে পারেন আপনার ডেস্টিনেশন ডুপ।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Travel Destinations: চড়া রোদ থেকে মুক্তি, মে-জুনে ট্রাভেল ডেস্টিনেশন হোক উত্তর-পূর্বের ৩ স্পট