কলকাতা: ধীরে ধীরে চড়তে শুরু করেছে পারদ। এই গরমের মধ্যেশরীর ঠিক রাখা রীতিমতো দায়। তার উপর আবার প্যাচপ্যাচে গরমে রোজ কাজে যাওয়া‌-আসা। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য দু-একদিন কোনও মনোরম পর্যটন স্থান থেকে ঘুরে আসতে ইচ্ছে করে। আর সেই ইচ্ছে পূরণের জন্য সেরা স্থান হতে পারে উত্তর-পূর্ব ভারত। উত্তর-পূর্ব ভারতের কিছু বিশেষ স্থানে এই সময় ঘুরতে গেলে মন ভোলানো অভিজ্ঞতা হতে বাধ্য। গরমের হাত থেকে রেহাই মিলবে কিছু দিন। পাশাপাশি রোজকার শহরের দূষণ থেকে মুক্তিও। কিন্তু যাবেন কোথায় ? সেরা কিছু পর্যটন কেন্দ্রের হদিস থাকল এই প্রতিবেদনে।


হাফলং, অসম


গুয়াহাটির থেকে প্রায় ৩০০ কিমি দূরে অবস্থিত এই বিশেষ স্থানটি। বেশ নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সেরা স্থান। এখানের আবহাওয়াও সারা বছর মনোরম থাকে। ফলে গরমের কষ্ট থেকে বেশ কিছু দিনের জন্য মুক্ত। বুকভরে বিশুদ্ধ বায়ুর শ্বাস নিতে পারে গ্রীষ্মকালের ট্রাভেল ডেস্টিনেশন (Summer Travel Destinations) হতে পারে এই হাফলং। বোটিং, ট্রেকিং, মিউজিয়াম ভ্রমণ, থেকে স্থানীয় বাজার ঘুরে দেখা, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা হবে আপনার।


চেরাপুঞ্জি, মেঘালয়


মেঘালয়ের এই স্থান বেশ বিখ্যাত সারা বিশ্বেই। পর্যটকদের কাছে এই স্থানের অন্যতম আকর্ষণ এখানকার আঞ্চলিক সংস্কৃতি ও আবহাওয়া (Travel Destinations)। তীব্র গরমে যেখানে উষ্ণতা অন্য স্থানে ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়, সেখানে মেঘালয়ের উষ্ণতা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। সেভেন সিস্টার ফলস, ডেইনথলেন ফলস, মাওয়াসমাই ফলস মেঘালয়ের অন্য়তম আকর্ষণ। এছাড়াও, ইকো পার্ক, খাসি মনোলিথ, ফাইলাট কেভ, ক্রেম মাওমলাহ কেভ ঘুরতে গিয়ে মনে থাকার মতোই অভিজ্ঞতা হবে।


ছাঙ্গু লেক, সিকিম


সিকিমের অন্য়তম বড় আকর্ষণ ছাঙ্গু লেক (Travel Tips)। সমুদ্রতল থেকে প্রায় ৩৭৮০ মিটার উঁচুতে রয়েছে এই বিশেষ হ্রদটি। গ্যাংটক থেকে ৩৮ কিমি গেলেই পৌঁছে যাবেন এই মনোরম স্থানে। রেড পান্ডা ও বিভিন্ন প্রজাতির পাখি এই অঞ্চলের আরেকটি আকর্ষণ। এছাড়াও, উপভোগের জন্য রয়েছে ইয়াক রাইড, ট্রেকিং, ফোটোগ্রাফি করা, পাখিদের কলতান উপভোগ করতে পারবেন। এছাড়াও, বরফ নিয়ে খেলা তো রয়েছেই।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Travel Destinations: কফি প্রেম তীব্র ? ভারতের এই টুরিস্ট স্পটগুলি আপনার জন্যই