- হজমে সাহায্য করে
ফলের থেকে অনেক বেশি হজম করতে সহজ ফলের রস। তাই সহজপাচ্য হিসাবে খাওয়া অভ্যাস করা যেতে পারে ফলের রস।
- শিশুদের জন্য ভালো
শিশুদের ক্ষেত্রে ফলের থেকে বেশি উপকারি ফলের রস। রোজ বাচ্চাদের অন্তত অর্ধেক কাপ করে নিয়মিত ফলের রস খাওয়ানো জরুরি।
- পুষ্টিগুণ বেশি
বিভিন্ন ফলের রস খেলে তাতে একটা ফলের থেকে পুষ্টিগুণ বেশি হয়। তাই প্রতিদিন ফলের রস খেলে তার পুষ্টিগুণ হয় অনেক বেশি।
- ডায়েটে সাহায্য করে
ফলের রস ডায়েট রুটিনে রাখা খুব জরুরি। মেদ না বাড়িয়ে শরীরকে প্রয়োজনীয় পুষ্টি যোগাতে ফলের রসের জুড়ি নেই।
- কী বলছে রিসার্চ?
রিসার্চ বলছে, রোজ এক গ্লাস করে ফলের রস খাওয়া জরুরি। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য ফলের রস ভীষণ উপকারি।