ওয়েব ডেস্ক : প্রভিডেন্ট ফান্ডের সুবিধা যে সমস্ত কর্মী পেয়ে থাকেন, তাঁরা অনেকেই জানতে চান, কীভাবে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করবেন। প্রভিডেন্ট ফান্ট অ্যাকাউন্টে কোন মাসে কত টাকা জমা পড়ছে, তা এখন খুব সহজেই আপনি নিজেই চেক করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কারও উপর নির্ভর করতে হবে না। এসএমএসের মাধ্যমে, মিসড কলের মাধ্যমে বা ইপিএফও বা উমঙ্গ অ্যাপের মাধ্যমেও আপনি প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স খুব সহজেই চেক করে নিতে পারবেন। তাহলে জেনে নিন সহজ উপায়গুলি।


কীভাবে ইপিএফও-র পোর্টাল থেকে আপনি নিজের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স দেখতে পারবেন, জেনে নিন-



১. আপনার ইউএএন নম্বরটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরই ব্যালেন্স চেক করতে পারবেন।
২. প্রথমে আপনাকে EPFO-র পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। 
৩. সেখানে লগ ইন করার পর our service অপশনে ক্লিক করার পর for employees অপশনটিতে ক্লিক করতে হবে।
৪. এবার Service অপশনের মধ্যে থেকে  Member passbook অপশনটিতে ক্লিক করতে হবে।
৫. এবার দেখতে পাবেন একটি লগ ইন পেজ খুলে গিয়েছে। যেখানে আপনাকে আপনার UAN এবং তার পাসওয়ার্ড দিতে হবে।
৬. লগ ইন হয়ে যাওয়ার পরই আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া ব্যালেন্স দেখে নিতে পারবেন।


SMS-র মাধ্যমে কীভাবে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করবেন জেনে নিন-



১. ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরটিতে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে।
২. মেসেজটি পাঠাবেন এভাবে- EPFOHO UAN ENG


মিসড কলের মাধ্যমে কীভাবে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করবেন জেনে নিন-



১. আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ এই নম্বরে মিস কল করলেই মেসেজের মাধ্যমে আপনার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স পাঠিয়ে দেওয়া হবে।


প্রভিডেন্ট ফান্ডে কত টাকা আপনার জমা পড়েছে, এই সংক্রান্ত কোনও তথ্য যদি আপনার জানার থাকে, তাহলে এই সহজ পদ্ধতিগুলো মেনে চলুন। তাহলে আপনার তথ্যও সুরক্ষিত থাকবে। আর কারও উপর আপনাকে নির্ভর করতে হবে না।