নয়াদিল্লি: আপনি কি বিবাহিত? সন্তান রয়েছে? এত দিন পর্যন্ত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে গেলে এই প্রশ্নগুলোর উত্তর 'না' হওয়া আবশ্যক ছিল। এবার থেকে বদলাচ্ছে নিয়ম। মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্বের সুযোগ করে দিতে এবার থেকে বিবাহিতা নারীরাও এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। নিয়মের কড়াকড়ি উঠে যাচ্ছে 'মা'-দের জন্যও। অর্থাৎ চাইলে সংসার-সন্তান সামলেও মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন। ২০২৩ সাল থেকে এমনই নিয়ম চালু হতে চলেছে।


কী রয়েছে নিয়মে?
শোনা যাচ্ছে, আমজনতা এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছেন। এই নিয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতার একটি অভ্যন্তরীণ মেমো-য় লেখা, 'আমরা মনে করি প্রত্যেক মহিলার জীবনের রাশ তাঁর হাতেই থাকা উচিত। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সিদ্ধান্তের জের যাতে তাঁর পেশাগত সাফল্যে বাধা না তৈরি করে সেটাও দেখা দরকার।' নতুন সিদ্ধান্তকে মন খুলে স্বাগত জানিয়েছেন সকলে। ২০২০ সালের মিউ ইউনিভার্স-জয়ী, মেক্সিকোর আন্দ্রিয়া মেজা একটি সাক্ষাৎকারে বলেন, 'অন্তর থেকে বলছি, এটা যে হতে চলেছে সেটাতেই আনন্দ হচ্ছে। সমাজ বদলায় এবং অতীতে যে সব পেশায় শুধু পুরুষদের আধিপত্য ছিল সেখানেও আজ মহিলারা নেতৃত্ব দিয়েছেন। ফলে সৌন্দর্য প্রতিযোগিতার ক্ষেত্রেও মনোভাব বদলানো দরকার।' তবে একই সঙ্গে তাঁর সংযোজন, পুরনো যে নিয়ম ছিল তা নির্দিষ্ট দর্শকদের কথা ভেবেই তৈরি করা হয়। ভাবনাটি এমন যে, যিনি-ই মিস ইউনিভার্স-জয়ী হবেন তিনি যেন দর্শকের সামনে একজন 'সিঙ্গল' তরুণী হিসেবে উঠে আসেন। এমন এক জন যিনি কোনও সম্পর্কের অপেক্ষায় রয়েছেন। কিন্তু এই মনোভাব যে অত্যন্ত লিঙ্গবৈষম্যমূলক, সে কথাও মনে করিয়ে দেন আন্দ্রিয়া মেজা।


কী বলছে পুরনো নিয়ম?
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যোগ দেওয়ার অন্যতম শর্ত, প্রতিযোগীকে 'সিঙ্গল' হতে হবে। যত ক্ষণ পর্যন্ত প্রতিযোগিতা শেষ না হচ্ছে, তত ক্ষণ পর্যন্ত কোনও ভাবেই সন্তানধারণ করা যাবে না। ফলে যাঁরা আগেই 'মা' হয়ে গিয়েছেন, পরোক্ষে সেই সব মহিলাদেরও সেই প্রতিযোগিতা থেকে এতদিন দূরেই রাখা হয়েছে। সেই নিয়মই বদলাচ্ছে এবার। 
তবে কি এবার সুস্মিতা সেন, লারা দত্ত এবং হরনাজ সান্ধুর পর কোনও ভারতীয়কে ফের মিস ইউনিভার্সের মুকুট মাথায় দেখার সম্ভাবনা বাড়ছে? 


আরও পড়ুন:'ওটা বিজেপি করেছে', বিচারককে হুমকি চিঠির অভিযোগে পাল্টা অনুব্রতর