নয়াদিল্লি: গত মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে কুঁচকিতে হালকা চোট লাগায় বার্মিংহামে কমনওয়েলথ গেমসে নামতে পারেননি নীরজ চোপড়া (Neeraj Chopra)। তবে অবশেষে হালকা চোট সেরেছে নীরজের। তিনি ট্র্যাকে ফিরতে চলেছেন। আসন্ন ডায়মন্ড লিগেই (Daimond League) ফের একবার অলিম্পিক্সে সোনাজয়ী তারকা জ্যাভলিন থ্রোয়ারকে ট্র্যাকে দেখা যাবে।


সোশ্যাল মিডিয়ায় নীরজের বার্তা


২৪ জুলাই ইউজিনে বিশ্ব চ্য়াম্পিয়নশিপে ঐতিহাসিক রুপো জেতেন নীরজ। কিন্তু তারপরেই তাঁকে চোটের জন্য সরে দাঁড়াতে হয় কমনওয়েলথ গেমস থেকে। মেডিক্যাল দল তাঁকে চার সপ্তাহের বিশ্রামে পরামর্শ দেওয়ায় তাঁকে বাধ্য় হয়েই কমনওয়লথ গেমসের মাত্র দুই দিন আগে নাম প্রত্যাহার করতে হয়। তবে ২৪ বছর বয়সি ভারতীয় তারকা ফেরার জন্য প্রস্তুত। তিনি মঙ্গলবারই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের কামব্যাকের কথা জানান। পোস্টে নীরজ লেখেন, 'শুক্রবারের জন্য আমি প্রস্তুত বলেই অনুভব হচ্ছে। (আমায়) সমর্থন করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। লুয়াসান্নেতে দেখা হচ্ছে।'


 






ফাইনালে পৌঁছনোর হাতছানি


সুইজারল্যান্ডের লুয়াসান্নেতে শুক্রবার (২৬ অগাস্ট) কামব্য়াক ঘটাতে চলেছেন নীরজ। এই টুর্নামেন্টে ভাল পারফরম্যান্সের অর্থ হল জুরিখে ৭ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ডায়মন্ড লিগের ফাইনালে নামার সুযোগ পেয়ে যাওয়া। প্রথম ছয় থাকা তারকারাই ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবেন। এই তালিকায় নীরজ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন। লুয়াসান্নের এই ইভেন্টটাই শেষ ইভেন্ট যেখানে জ্যাভলিন থ্রোয়াররা অংশ নিতে পারবেন। 


১৭ অগাস্ট এই টুর্নামেন্টের উদ্যোক্তারা অ্যাথলিটদের নাম ঘোষণা করেন। সেই তালিকায় নীরজের নামও ছিল। কিন্তু তাঁর চোটের জেরে আদৌ শেষ পর্যন্ত নীরজ টুর্নামেন্টে নামতে পারবেন কি না, সেই নিয়ে সংশয় একটা ছিলই। তবে নীরজ হালে জার্মানিতে নিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেন। তার জেরেই তিনি আবার ফিট হয়ে নামতে প্রস্তুত। এই টুর্নামেন্টে নীরজের প্রতিদ্বন্দ্বীরা খুব একটা শক্ত চ্যালেঞ্জ জানাবেন বলে খাতায় কলমে মনে হয় না। 


আরও পড়ুন: টেন্ডনে চোটের জেরে যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার সানিয়ার, মির্জার বর্ণময় কেরিয়ার শেষ?