Migraine Problem: মাইগ্রেনের সমস্যা থাকলে আপনি যে শুধু মাথা ব্যথায় কষ্ট পাবেন, তা কিন্তু নয়। মাইগ্রেনের সমস্যায় আরও একাধিক ভাবে কষ্ট পেতে পারেন আপনি। বিশেষ করে মাথা ব্যথার ধরনে ফারাক থাকে। এর অর্থ হল এমনিতে কারও মাথায় যন্ত্রণা হলে যেভাবে ব্যথা হয়, মাইগ্রেনের সমস্যায় তেমন ভাবে যন্ত্রণা নাও হতে পারে। এছাড়াও মাইগ্রেনের সমস্যা থেকে শরীরে একাধিক উপসর্গ দেখা দিতে পারে। এমনকি মাইগ্রেন অ্যাটাক হওয়ার আগেও বেশ কিছু লক্ষণ লক্ষ্য করা যায়। মাথা ব্যথা ছাড়া আর কী কী ভাবে মাইগ্রেনের সমস্যা থাকলে আপনি কষ্ট পেতে পারেন, সেগুলি জেনে নিন। 

  • মাইগ্রেনের সমস্যায় অনেকের ক্ষেত্রেই মাথার একদিকে যন্ত্রণা হতে পারে। মাথার পিছনের অংশেও ব্যথা হতে পারে। বিশেষ করে কপালের একটা দিকে, মাথার সাইডের অংশে তীব্র যন্ত্রণা অনুভব করতে পারেন। 
  • মাইগ্রেনের সমস্যা থাকলে মাথা ব্যথার সঙ্গে সঙ্গে প্রবল ভাবে গা-গোলাতে পারে আপনার। বমি পেতে পারে। 
  • মাথা ব্যথার সঙ্গে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেলে বুঝতে হবে মাইগ্রেনের সমস্যা তীব্রভাবে রয়েছে। মাথা ঘোরার সমস্যাও লক্ষ্য করা যায় মাইগ্রেন থাকলে। 
  • মাইগ্রেনের সমস্যা থাকলে মাথা ব্যথার পাশাপাশি ভীষণ ক্লান্ত লাগে। বিধ্বস্ত লাগবে আপনার। ঘুম পাবে প্রবল ভাবে। 
  • মাইগ্রেনের ব্যথা শুরু হওয়া আগে কিংবা মাইগ্রেন অ্যাটাক হলে আপনার কাঁধ, ঘাড়, পিঠ, হাতে ব্যথা হতে পারে। তীব্র যন্ত্রণায় ঘাড় ঘোরাতেও কষ্ট হতে পারে। 
  • মাইগ্রেনের সমস্যা দেখা দিলে অনেকসময় আপনার কথা জড়িয়ে যেতে পারে। কথা বলতে সমস্যা হতে পারে। জিভে অসাড়তা, জড়তা লক্ষ্য করা যায়। 
  • মাইগ্রেনের ব্যথা শুরু হলে চোখের সামনে আচমকা উজ্জ্বল আলো দেখতে পারেন। জিগজ্যাগ প্যাটার্ন ভেসে উঠতে পারে চোখের সামনে। এক নিমেষের জন্য চোখে অন্ধকারও দেখতে পারেন আপনি। 
  • মাইগ্রেনের ব্যথা হলে জোরে আওয়াজ, উজ্জ্বল আলো- এগুলোতে মারাত্মক অসুবিধা হতে পারে। ব্যথা আরও বেড়ে যেতে পারে। চেষ্টা করুন মাইগ্রেন অ্যাটাক হলে অন্ধকার ঘরে থাকবে এবং সেখানে কোনও ধরনের আওয়াজ না থাকলেই মঙ্গল। তাহলে ব্যথা কমার সম্ভাবনা থাকে। 

আরও পড়ুন- সামান্য ভুলেই মারাত্মক আকার নিতে পারে চোখের ইনফেকশন, কীভাবে সতর্ক থাকবেন? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।