Hair Care: বর্ষায় প্রায় সকলেরই চুল পড়ার সমস্যা (Hair Fall Problem) অত্যধিক ভাবে বেড়ে যায়। এই সমস্যা কমাতে চাইলে প্রয়োজন সঠিক ভাবে মাথার তালুর যত্ন (Scalp Care Tips) নেওয়া। সেই সঙ্গে চুলের বাকি অংশের যত্ন (Hair Care Tips) তো নিতেই হবে। তবে সবার আগে জেনে নিন বর্ষার দিনে মাথার তালুতে কোন কোন উপকরণ একদম ব্যবহার করবেন না, কিংবা কম করবেন।


বর্ষার দিনে চুলে তেল কীভাবে ব্যবহার করবেন 


বর্ষার দিনে শ্যাম্পু করার আগে চুলে তেল ব্যবহার করলেও সেটা চুলের লম্বা অংশে করাই ভাল। মাথার তালুতে তেল ব্যবহার করলে বাতাসে আর্দ্রতা থাকার কারণে চুল চিটচিটে হয়ে যেতে পারে। মাথার তালুতে তেল ব্যবহারের পর তা যদি সঠিক ভাবে পরিষ্কার না হয় তাহলে বর্ষার মরশুমে সহজে মাথার তালুতে ময়লা জমে যাবে এবং চুল পড়ার সমস্যা বাড়বে। 


শ্যাম্পু করবেন কীভাবে বর্ষার মরশুমে 


বর্ষার দিনে চুল পরিষ্কার রাখা খুবই জরুরি। যাঁরা রোজ বাইরে বেরোন পারলে রোজই শ্যাম্পু করে নিন। মাথার তালু ভালভাবে পরিষ্কার করুন। মাথার তালুর অংশে জোরে ঘষে তেল বা শ্যাম্পু কিছুই লাগাবেন না। এর জেরে চুলের গোড়া দুর্বল হয়ে যাবে। বর্ষায় মাথার তালুতে তেল ব্যবহার না করাই ভাল। আর যাঁরা রোজ শ্যাম্পু করবেন তাঁরা হাল্কা ধরনের শ্যাম্পু ব্যবহার করুন। 


শ্যাম্পুর পর কন্ডিশনার কিংবা স্নানের পর হেয়ার সিরাম কীভাবে ব্যবহার করবেন বর্ষার দিনে 


বর্ষায় যেহেতু আর্দ্রতা বেশি থাকে তাই কন্ডিশনার নিজের চুলের ধরন বুঝে ব্যবহার করুন। স্ক্যাল্পে কোনওভাবেই কন্ডিশনার ব্যবহার করবেন না। চুলের জেল্লা বজায় রাখার জন্য এবং রুক্ষ, শুষ্ক ভাব দূর করার জন্য অনেকেই হেয়ার সিরাম ব্যবহার করেন। বর্ষার দিনে চুলের লম্বা অংশে হেয়ার সিরাম ব্যবহার করুন। মাথার তালুতে হেয়ার সিরাম দেবেন না। আর একটা কথা খেয়াল রাখবেন হেয়ার সিরাম সবসময় ভেজা চুলেই লাগাবেন। 


কেমিক্যাল ছাড়া অর্গানিক শ্যাম্পু 


যাঁরা নিয়মিত শ্যাম্পু করবেন তাঁরা কেমিক্যাল ছাড়া শ্যাম্পু ব্যবহারের চেষ্টা করুন। অর্গানিক জাতীয় শ্যাম্পু ব্যবহার করতে পারলে ভাল। বাড়িতে তৈরি হেয়ার মাস্কও ব্যবহার করতে পারেন চুলে। তবে স্ক্যাল্পে হেয়ার মাস্ক লাগানো চলবে না। 


বর্ষার চুল শুকানোর সময়েও নিন বিশেষ যত্ন 


চুল শুকানোর ক্ষেত্রে সরাসরি মাথার তালু কিংবা চুলে ব্লো ড্রায়ার ব্যবহার না করাই ভাল। এর পরিবর্তে নরম তোয়ালে কিংবা সুতির গামছা দিয়ে চুল শুকনো করে মুছে নিতে পারলে ভাল। চুল মোছার ক্ষেত্রে কখনই জোরে ঘষে চুল মুছবেন না। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। 


আরও পড়ুন- স্ট্রেস কমাতে মন ভরে খাবার খাচ্ছেন? বিপদ বাড়ছে না তো? 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।