NEET UG Results: এ এক অনন্য নজির। গতকাল শনিবার ২০ জুলাই প্রকাশ পেয়েছে নিট ইউজি ২০২৪ পরীক্ষার ফলাফল। এবারে সুপ্রিম নির্দেশ মেনে শহর ও পরীক্ষাকেন্দ্র ধরে মেধাতালিকা প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তারপর মাঝে গুজরাতের এক পরীক্ষার্থী (NEET UG 2024) ৭২০ নম্বরের মধ্যে পেয়েছেন ৭০৫। অথচ দ্বাদশের বোর্ড পরীক্ষায় (NEET UG Results 2024) উত্তীর্ণ হতেই পারেননি তিনি। দ্বাদশে ফেল করেও কীভাবে এত ভাল নম্বর পেলেন নিটে ? নজির গড়েছেন এই পড়ুয়া।


গতকাল নিট ইউজির পরীক্ষাকেন্দ্র ও শহরভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ পাওয়ার পরে সমাজমাধ্যমে বহু নেটিজেন পাশাপাশি দুটি ফলাফল রেখে পোস্ট করছিলেন। এর মধ্যেই ছিল এই পড়ুয়ার নম্বর যেখানে একদিকে সেই পড়ুয়ার দ্বাদশ শ্রেণির বোর্ডের চূড়ান্ত পরীক্ষার নম্বর আর অন্যদিকে ছিল নিট ইউজি ২০২৪-এর নম্বর। দুটি নম্বরের মধ্যে অবিশ্বাস্য ব্যবধান। তবে সংবাদমাধ্যমের তরফে এই দুটি মার্কশিট একই পরীক্ষার্থীর কিনা তা যাচাই করে দেখা হয়নি।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পড়ুয়া আসলে আমেদাবাদের একজন ছাত্রী যিনি কোচিং ক্লাসের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন। এমনকী তারা এও জানিয়েছে যে আমেদাবাদের সিটি সায়েন্স সেন্টারের নিকটবর্তী একটি স্কুলে সেই ছাত্রী 'ডামি' ছাত্রী হিসেবে নাম নথিভুক্ত করিয়েছিলেন কোচিং করানোর সময়।


এই পড়ুয়ার দ্বাদশের মার্কশিটে দেখা যাচ্ছে তিনি মাত্র ২১ পেয়েছেন পদার্থবিদ্যায়, ৩১ পেয়েছেন রসায়নে, ৩৯ পেয়েছেন জীববিজ্ঞানে এবং ৫৯ পেয়েছেন ইংরেজিতে। স্কুলের পক্ষ থেকে জানা গিয়েছে, এই পড়ুয়ার বাবা-মা দুজনেই চিকিৎসক, তাঁর এই খারাপ ফলাফলের জন্য তাদের ডেকেও পাঠানো হয়েছিল স্কুলে। দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার দু-মাস পরেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল এই পড়ুয়া এবং তখন থেকেই শুরু করেছিল কোচিং সেন্টারে পড়াশোনা।


এই পড়ুয়ার নিটের ফলাফলে দেখা যাচ্ছে পদার্থবিদ্যায় তিনি ৯৯.৮ পার্সেন্টাইল, রসায়নে ৯৯.১ পার্সেন্টাইল, জীববিজ্ঞানে ৯৯.১ পার্সেন্টাইল পেয়েছেন। এর ফলে তাঁর সামগ্রিক নম্বর এসে দাঁড়ায় ৯৯.৯ পার্সেন্টাইলে। তাঁর নিট পরীক্ষার নম্বর এত বেশি আসার কারণে দেশের সেরা মেডিক্যাল কলেজে তাঁর ভর্তি পাকা হয়ে যাবার কথা কিন্তু তিনি কোনও মেডিকেল কলেজেই সুযোগ পাবেন না। কারণ নিয়ম রয়েছে নিটে ভাল ফলের পাশাপাশি দ্বাদশের বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ সামগ্রিক নম্বর পেতেই হবে। ফলে এক্ষেত্রে এই পড়ুয়া যেহেতু এই দুটি শর্ত পূরণ করতে পারেননি, তাই তিনি মেডিকেলে চাইলেও সুযোগ পাবেন না।


আরও পড়ুন: NEET UG 2024: টিউশন বা কোচিং না করেও মেধা তালিকায় নাম, নিট ২০২৪-এ নজির গড়লেন কতজন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI