কলকাতা : আজ নাগ পঞ্চমী। হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে নাগ দেবতার পুজো করা হয়। গোটা দেশেই পূণ্যার্থীরা নাগ পঞ্চমী পালন করেন। কথিত আছে, শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে মহিলারা তাঁদের পরিবারের নিরাপত্তা ও সুখসম্বৃদ্ধির জন্য পুজো করেন। নাগ পঞ্চমীতে পুজো দেওয়ার পাশাপাশি এদিন নাগ বা সাপেদের দুধও পান করানো হয়। পঞ্জিকা মতে নাগ পঞ্চমীর পুজোর নির্ঘন্ট জেনে নিন।


পঞ্জিকা মতে জানা যাচ্ছে, নাগ পঞ্চমী শুরু হচ্ছে কাল বিকেল ৩টে ৫৪ মিনিট ২২ সেকেন্ডে। পুজোর শুভক্ষণ শেষ হচ্ছে ১৪ অগাস্ট দুপুর ২টো ৬ মিনিট ৫৪ সেকেন্ডে। পূরাণ অনুযায়ী জানা যায় যে, নাগ পঞ্চমীর শুভক্ষণে সাপেদের দুধ পান করালে এবং ভক্তি ভরে পুজো দিলে পাতাল লোক থেকে নাগ দেবতা আশির্বাদ করেন। পূণ্যার্থীরা এদিন পরিবারের মঙ্গল কামনায় নাগ দেবতার পুজো করেন। 


আমাদের দেশে নাগ পঞ্চমী খুবই জনপ্রিয় এক উৎসব। আজকের দিনে পুজোর সমস্ত আচার অনুষ্ঠানের পাশাপাশি পুজোয় নাগ দেবতার সামনে দুধ অবশ্যই রাখা হয় এবং পুজোর উপাচারে চন্দন, হলুদ এবং সিঁদুরের ব্যবহার করা হয়। এদিন পুজোর শেষে নাগ পঞ্চমীর ব্রতকথাও পাঠ করেন মহিলারা।