Popcorns On Planet Mars: মঙ্গল গ্রহে কি তাহলে সত্যিই বাস করে ভিনগ্রহের প্রাণী ? যে প্রাণীর এতদিন কোনও খোঁজ মেলেনি ? তাঁরা কি মানুষের মতোই পপকর্ন চিবিয়ে খায় ? সম্প্রতি মঙ্গল গ্রহের একটি ছবি পাঠায় নাসার পারসিভারেন্স রোভার (Science News)। রোভারের পাঠানো ওই ছবি একঝলক দেখলে যে কারও মনে হবে, মঙ্গলের মাটিতে পপকর্ন (Popcorns On Planet Mars) ছড়ানো। একটি বাচ্চা অযত্নে পপকর্ন খেতে খেতে যেমন মাটিতে ছড়ায়। তেমনই মঙ্গলের মাটিতে ছড়ানো রয়েছে পপকর্ন। কে খাচ্ছিল সেগুলি ? সন্দেহ দানা বাঁধছিল বিজ্ঞানীদের মনে। কিন্তু নাহ্, পুরোটা দানা বেঁধে উঠতে পারেনি (Top Science News)।


মঙ্গলের গ্রহে পপকর্নভোজীর বাস ?


ছবিটা ১০ জুন তোলা। তার আগেকার কথা কিছু বলে নেওয়া ভাল। অন্তত যেমনটা জানিয়েছে নাসা। ১০ জুন ওই স্থানে পৌঁছানোর আগে একটি দীর্ঘ পথ অতিক্রম করেছে মঙ্গলের পারসিভারেন্স রোভার। বেশ কয়েক মাস ধরে রোভারটি চলার পর ব্রাইট অ্যাঞ্জেল নামে মঙ্গলের ওই নির্দিষ্ট স্থানে পৌঁছায়। প্রসঙ্গত, ওখানেই রয়েছে মঙ্গল গ্রহের বিখ্যাত পর্বত মাউন্ট ওয়াশবার্ন। সেখানকার ভূমিরূপ পরীক্ষা করার পর রোভারটি উত্তর দিকে মুখ করে একটি স্থানে নিজেকে ‘পার্ক’ করে। তার পরেই মাটির দিকে চোখ পড়ে রোভারের। সেটি দেখতে পায় বেশ কিছু পপকর্ন পড়ে আছে।


ছবি দেখে যা বলছেন নাসার বিজ্ঞানীরা


১০ জুন রোভারের রাইট মাস্টক্যাম জেড ক্যামেরায় ছবিটা ওঠে। তার পর নাসার গবেষণাকেন্দ্রে এসে পৌঁছায় সেটি। এক ঝলক দেখে সেগুলিকে পপকর্ন বলে মনে হলেও পরে ভুল ভাঙে। দেখা যায়, সেগুলি আদতে পপকর্নের মতো দেখতে হালকা রঙের পাথর। ভূতত্ত্ববিদদের কথায়, এই পাথরগুলি মঙ্গলের মাটির গঠনের অনেকটা পরিচয় দিতে পারবে। কারণ এগুলির চেহারা দেখে প্রাথমিক অনুমান,এর মধ্যে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে। অন্যদিকে খনিজপদার্থগুলি মাটির নিচে খনিজ পদার্থের আভাসও দেয়।


মাটির নিচে জলের সম্ভাবনা


পাথরের গড়ন ও রং দেখে এমনটাই অনুমান বিজ্ঞানীদের। তাদের কথায়, ভূগর্ভের জল এই পাথরের মধ্যে দিয়েই মাটির নিচে স্তরে পৌঁছায়। আর তাই পাথরের ধারগুলি এমন আকারের। তবে এই নিয়ে আরও বিশদ খোঁজ করার পরিসর  আছে বলেই মনে করছেন নাসার অভিজ্ঞ গবেষকরা। আপাতত, পাহাড়ি উপত্যকার ভূমিরূপ পরীক্ষার কাজে ব্যস্ত হয়ে পড়েছে নাসার রোভার।


আরও পড়ুন - Science News: ইতিহাস সাক্ষী, ভূমিকম্প বদলে দিতে পারে গঙ্গার গতিপথ, ১৪ কোটি মানুষের বিপদের আশঙ্কা !


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।