Blackheads Removal At Home: গরমে ত্বকের হাল বেহাল। আর এই ত্বকের হারানো জেল্লা ফেরাতে প্রথমেই দরকার ব্ল্যাকহেডস দূর করা। ত্বকের নানা স্থানের ব্ল্যাকহেডস যেন আরও বিব্রত করে তোলে। তাই ত্বককে ভাল রাখতে প্রথমেই এগুলিকে দূরে হঠানো দরকার। ঘরোয়া কিছু উপকরণ ব্ল্যাকহেডস দূর করতে দারুণ পারদর্শী। এগুলি দিয়ে নিয়মিত ত্বকের পরিচর্যা করলে আর আলাদা করে ব্ল্যাকহেডস নিয়ে চিন্তায় পড়তে হয় না। কিন্তু কী সেগুলি ? বিশদে জেনে নেওয়া যাক।


ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায়


লেবুর রস ও মধু - লেবুর রস প্রথমে একটি পাত্রের মধ্যে চিপে নিন। এবার এর মধ্যে এক-দুই চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভাল করে মুখে লাগাতে হবে। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন ভাল করে। ব্ল্যাকহেডসকে গোড়া থেকে টেনে বার করে এই কড়া মিশ্রণ।


বেকিং সোডা -  বেকিং সোডা এক চামচ আধ কাপ জলে ভাল করে গুলে নিন। লক্ষ রাখুন পরিমাণের দিকে। এই পেস্টটি একটু ঘন করতে হবে। এবার এটি মুখের ত্বকে ভাল করে লাগিয়ে নিন। অথবা ত্বকের যেখানে যেখানে ব্ল্যাকহেডস রয়েছে,সেখানেও লাগাতে পারেন। কিছুক্ষণ লাগিয়ে রাখার পর জল দিয়ে ধুয়ে ফেললেই ব্ল্যাকহেডস উধাও হবে।


ডিমের সাদা অংশ -  ডিমের সাদা অংশ আলাদা করে একটি পাত্রে নিন। এবার এর সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো মিশ্রণটি এবার মুখের যেখানে ব্ল্যাকহেডস রয়েছে, সেখানে লাগাতে হবে। কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেললে অনেকটাই সাফ হবে ব্ল্যাকহেডস।


গ্রিন টি - ত্বকের নানা উপকারে লাগে গ্রিন টি। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বেশি। পাশাপাশি এটি অ্যান্টিইনফ্লেমেটরি উপাদানেও ভরপুর। চায়ের পাতার নির্যাস ছেঁকে নিয়ে সেটিকে মুখে লাগাতে হবে। এর মধ্যে অল্প লেবুর রস মিশিয়ে নিতে পারেন। ত্বকের জন্য ভাল এক্সফোলিয়েটর এই গ্রিন টি। 


টক দই ও মধু - দুই টেবিল চামচ টক দইয়ের মধ্যে ছোট এক চামচ মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকের যেখানে ব্ল্যাকহেডস রয়েছে, সেখানে লাগান। লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন মুখ। হারানো জেল্লা ফিরে আসবে ত্বকে।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -Pet Care Tips: অতিরিক্ত লোম ঝরছে পোষ্যের, কেন ? কী করলে রেহাই ?