নয়াদিল্লি :  নতুন গাড়ি কেনার পরিকল্পনা সাজাচ্ছেন যারা, তাদের জন্য রইল সুখবর। ভারতে লঞ্চ হয়ে গেল বেন্টলের নতুন এসইউভি বেন্টায়গা। বেন্টলে কোম্পানির এটাই প্রথম ১০০ বিজনেস স্ট্র্যাটেজির গাড়ি।


বেন্টলে কোম্পানির ঐতিহ্য, গাড়ি তৈরির ইতিহাস সুপ্রাচীন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিউ-এজ জাঙ্কিদের রয়্যাল ফিল দেওয়ার লক্ষ্য় নিয়েই তৈরি এই বেন্টলি বেন্টায়গা। বেন্টলে কোম্পানির দাবি দ্রুততম হওয়ার পাশাপাশি এক অনন্য লাক্সারিও মিলবে গাড়ির সঙ্গে। দৈন্দদিন ব্যবহার হোক বা উইকএন্ড লং ড্রাইভ, আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠার পক্ষে আদর্শ বেন্টলে বেন্টায়গা।


২০১৬ সালে এসইউভি সেক্টরে পা রাখার পর একের পর এক এসইউভি বাজারে এনেছে বেন্টলে। যে তালিকাতে নবতম সংযোজন এটি।


রাজধানীতে গাড়ির লঞ্চ অনুষ্ঠানে এলিউসিভ মোটরস-এর ম্যানেজিং ডিরেক্টর সত্য বাগলা বলেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বেন্টলে সংযোজিত করেছে নতুন এই লাক্সারি এসইউভিকে। বেন্টলে ১০০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবরকমভাবে ব্যবহারের জন্য তৈরি করেছে বেন্টায়গা গাড়ি।





এই মুহূর্তে নয়াদিল্লি ছাড়াও মুম্বই ও হায়দরাবাদে পাওয়া যাবে বেন্টলে বেন্টায়গা। যে গাড়ির দিল্লির এক্স শো রুম মূল্য ৪.১০ কোটি টাকা। 


 


একঝলকে বেন্টলে বেন্টায়গা-


দাম-৪.১০ কোটি


ফুয়েল টাইপ-পেট্রোল


ম্যাক্সিমাম পাওয়ার-৫৪২বিএইচপি@৬০০০আরপিএম


ম্যাক্সিমাম টর্ক-৭৭০এনএম@১৯৫০-৪৫০০আরপিএম


 


(আরও পড়ুন-


দুর্দান্ত ফিচার সহ নয়া টয়োটা ফরচুনার)


 


ইঞ্জিন ও ট্রান্সমিশন-


ইঞ্জিন টাইপ- ৪ লিটার, টুইন টার্বোচার্জড ভি৮ পেট্রোল


ফাস্ট চার্জিং- সুবিধা নেই।


সিলিন্ডার-৮টি


সিলিন্ডার প্রতি ভালভ-৪টি


 


(আরও পড়ুন-


Jeep Compass Facelift review: দেখে নেওয়া যাক এর ফিচার, দাম )


 


টার্বো চার্জার-২ টি


ট্রান্সমিশন টাইপ-অটোমেটিক।