কলকাতা: আর মাত্র কয়েকটা ঘণ্টা পরই বর্ষবরণে (Happy New Year 2023) মাতবে মানুষ। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই ব্যস্ত নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতিতে। এই সময়ে কীভাবে মেকআপ করলে সকলের নজর কাড়তে পারবেন? পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বর্ষবরণের মেকআপ-
১. যেকোনও উৎসবেই স্মোকি আই লুক নজর কাড়ে বেশি। পোশাকের সঙ্গে মানানসই গয়না আর তার সঙ্গে স্মোকি আই লুক দিন। তারপর দেখুন কীভাবে সকলের মাঝে আপনি নজর কেড়ে নেন।
২. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পার্টিতে সকলের মাঝে নজর কাড়তে চোখের পাতায় নজর দিতে হবে।
আরও পড়ুন - Anger Management: রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না? রইল সহজ কিছু পদ্ধতি
৩. এমন পোশাক পরতে হবে, যা আপনাকে মানায় এবং যে পোশাক পরে আপনি নিজে স্বাচ্ছ্বন্দ বোধ করবেন।
৪. বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন চিবুকের মেকআপের দিকে নজর দিতে। মেকআপের রং গোলাপি উপর বেশি রাখতে পারেন। তা নজর কাড়ে বেশি। গোলাপি ব্লাশ ব্যবহার করুন।
৫. চোখ বড় দেখালে মেকআপ খোলে অনেক বেশি। এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের। চোখের মেকআপের সময় চোখের পাতা এবং মাসকারায় নজর দিতে হবে। প্রয়োজনে নকল চোখের পাতা ব্যবহার করুন। এবং তাতে সঠিকভাবে মাসকারা ব্যবহার করুন। এবার আয়নার দিকে তাকিয়ে দেখুন আপনার চোখ তুলনায় বেশ কিছুটা বড় দেখাচ্ছে। চোখের মেকআপ করার সময় ভ্রু-র মেকআপ করাও জরুরি। সঠিক আকারে ভ্রু-প্লাক করুন। পার্লারে যখন যাচ্ছেন, তখন সেখানকার কর্মীদের বুঝিয়ে দিন আপনি কেমন রাখতে চাইছেন ভ্রু। এরপর ভ্রু-র মেকআপ করুন।
এরইসঙ্গে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, .নতুন বছর উদযাপন করার সময় নানারকমের খাবার খাওয়া হয়। তার সঙ্গে থাকে পানীয়ও। কিন্তু কী খাচ্ছি, সেদিকে অবশ্য়ই নজর রাখা দরকার। কারণ, হয়তো আপনি গাড়ি চালিয়ে বাড়ি ফিরবেন। আর কোনওভবে আপনি মদ্যপান করে ফেলেচেন। তাহলে বিপদ ঘটার সম্ভাবনা থাকে অনেকটাই। পাশাপাশি এই সময়ে অত্যধিক মদ্যপানে শরীর খারাপ হতে পারে। তাই কী খাচ্ছেন আর কতটা খাচ্ছেন, সেদিকে নজর দিন। এই সময়ে ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। পার্টিতে যেতে হলে নদর দিতে হয় সৌন্দর্যে। তার সঙ্গে চলে চড়া মেকআপ। এর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের ত্বকে। তাই ত্বকের যত্ন নিতে ভুলবেন না। ত্বকে ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার। তার সঙ্গে জলের মাত্রাও যাতে সঠিক থাকে, সেদিকে নজর দিতে জল খেতে হবে প্রচুর পরিমাণে। বর্ষবরণ উদযাপনের মাঝেও গরম পোশাক সঙ্গে রাখতে ভুললে চলবে না। তবেই ঠান্ডা লাগার হাত থেকে শরীরকে বাঁচাতে পারবেন। নাহলে ঠান্ডা লেগে জ্বর হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। আর শরীর খারাপ হলে তো গোটা উৎসব উদযাপনটাই মাটি হয়ে যায়।