কলকাতা: নতুন বছরে সুস্থ থাকাটা সবার আগে জরুরি। কারণ, করোনা পরিস্থিতি এখনও কেটে যায়নি। কোভিড বিধি মেনে যে কোনও পার্টি বা উদযাপন করা দরকার। নতুন বছর মানেই নতুন আশা। নতুন প্রতিশ্রুতি। আর অনেক নতুন স্বপ্ন নিয়ে নতুন বছর কাটাবো আমরা। তাই পুরনো বছরের সঙ্গে বিদায় জানানো দরকার পুরনো কিছু বদ অভ্যাসকেও। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খারাপ অভ্যাসগুলিকে পুরনো বছর সঙ্গেই বিদায় জানাবেন।


১. যদি কেউ সুস্থ জীবন চান, তাহলে সবসময়ই বিশেষজ্ঞরা পরামর্শ দেন মদ্যপান এবং ধূমপান বর্জন করার জন্য। আমরা সকলেই জানি মদ্যপান কিংবা ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। তাই পুরনো বছরকে যেমন বিদায় জানালেন, তেমনই নতুন বছরে নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন এই সমস্ত অভ্যাসগুলিকে ত্যাগ করার। বিশেষজ্ঞরা জানান, মদ্যপানের ফলে রক্তচাপ বাড়ে। এছাড়াও বিভিন্ন হৃদরোগের ঝুঁকিও বাড়ে। তাই সুস্থ থাকতে এখনই এই অভ্যাস ত্যাগ করা প্রয়োজন।


২. বিশেষজ্ঞরা জানান, জাঙ্ক ফুড খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তেল মশলা দেওয়া খাবার রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়িতে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই নতুন বছরে প্রতিশ্রুতিবদ্ধ হোন জাঙ্ক ফুড ত্যাগ করার।


আরও পড়ুন - Welcome 2022: ত্বকে চটজলদি জেল্লা পেতে চান? কী করবেন?


৩. জাঙ্ক ফুডের মতো প্যাকেটজাত খাবারও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অত্যধিক নুন এবং অস্বাস্থ্যকর জিনিস থাকে এতে।


৪. বেক করা খাবারও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। এছাড়াও কুকিজ, মাফিন, অত্যধিক শর্করাজাত খাবার স্বাস্থ্যের ক্ষতি করে বিপুল মাত্রায়। ওবেসিটি থেকে হৃদরোগের ঝুঁকি কমাতে বেক করা খাবার ত্যাগ করা জরুরি।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।