New Shoe For Diabetic Foot Ulcer Prevention: ডায়াবেটিস মানেই শরীরের আরও নানা রোগের সূত্রপাত। রক্তের সুগার নিয়ন্ত্রণে না রাখলে কিডনি, হার্ট ও অন্যান্য অঙ্গের সমস্যা দেখা দিতে শুরু করে একে একে। এর মধ্যেই অন্যতম রোগ হল ডায়াবেটিক ফুট আলসার। পায়ের এই মারাত্মক রোগে অনেক সময় পায়ের পাতার কিছু অংশ বাদ দিতে হয়। বর্তমান পরিসংখ্যান বলছে, প্রতি তিনজনের মধ্যে একজনের ডায়াবেটিক ফুট আলসার (Diabetic Foot Ulcer) হওয়ার আশঙ্কা থাকে। এবার এই রোগের ঝুঁকি কমানোর উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ডায়াবেটিক ফুট আলসার কমাতে জুতোর নতুন ধরনের সুকতলা তৈরি করলেন তাঁরা ।
এর আগেও হয়েছে জুতো তৈরির চেষ্টা
এর আগেও ডায়াবেটিক ফুট আলসার কমানোর প্রচেষ্টা হয়েছে। এর জন্য তৈরি করা হয়েছে বিশেষ ধরনের জুতো। কিন্তু নতুন জুতো সেসবের থেকে আলাদা। কারণ এই জুতো পায়ের চাপকে নানা জায়গায় ছড়িয়ে দেয়। একটি জায়গার মধ্যেই সীমিত রাখে না।
কীভাবে কাজ করবে এই জুতো ?
এই জুতো কীভাবে কাজ করবে তাও জানিয়েছেন গবেষকরা। আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক মুথু বি জে ওয়াইজেসুন্দরা সংবাদমাধ্যম আইএএনএস-কে বলেন, এই জুতোর সুকতলা (Diabetic Foot Ulcer Remedies) চক্রাকারে পায়ের চাপকে ছড়িয়ে দেয়। সাধারণত হাঁটার সময় জুতো কিছু নির্দিষ্ট স্থানে বেশি চাপ পড়ে। অর্থাৎ পায়ের ওই স্থানগুলিতে বেশি চাপ পড়ে শরীরের। জুতো সুকতলা এই চাপকে জুতোর মধ্যে চক্রাকারে ছড়িয়ে দেয়। এর ফলে পায়ের পাতার প্রতিটি অংশ সমান বিশ্রাম পায়। একই সঙ্গে পাতার ত্বক ও কোশগুলির যত্ন নেবে এই সুকতলা। গবেষকদের এটি সম্ভব হলেই পায়ের সমস্যা অনেকটা এড়ানো সম্ভব। যা ডায়াবেটিক ফুট আলসার থেকেও রেহাই দেবে বলে জানাচ্ছেন গবেষকরা।
ডায়াবেটিক ফুট আলসার আদতে কী ?
ডায়াবেটিক ফুট আলসার আসলে পায়ের একটি ক্ষত। ডায়াবেটিস রোগী হলে সারা শরীরের যত্ন নেওয়া আবশ্যক। কিন্তু পায়ের যত্ন অনেকেই নেন না। সেক্ষেত্রে ডায়াবেটিক ফুট আলসার হতে পারে।
ডায়াবেটিক ফুট আলসার কেন হয় (Diabetic Foot Ulcer Cause)?
- রক্তের সুগার বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে না থাকলে
- পায়ের সঠিক যত্ন না নিলে
- অতিরিক্ত হাঁটাচলা ও সঠিক জুতো না পরার কারণে এই রোগ হতে পারে।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Clay Pot Water: এই গরমে কুঁজোর জলে কী উপকার ?