কলকাতা: অফিসেই বিপদ। একটি জড় পদার্থই ডেকে আনছে সেই বিপদ। আর সেটি হল যার উপর আপনি বসে আছেন। অর্থাৎ অফিসের চেয়ার। এই জিনিসটিই কমিয়ে দিচ্ছে জীবনের আয়ু। সম্প্রতি এক গবেষণা জানিয়েছে এমনটাই। অফিসের চেয়ারে বসে সারা দিন কাজ। এই কাজের জেরেই কমছে আয়ু। ১৬ শতাংশ বিপদ বাড়িয়ে দিচ্ছে ‘আরামের’ এই বস্তুটি। 


জামা নেটওয়ার্ক ওপেন জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়। তাইওয়ানে এই গবেষণাটি করা হয়। মোট ৪,৮১,৬৮৮জনকে নিয়ে এই গবেষণা হয়। ১৩ বছর ধরে চলে পরীক্ষা নিরীক্ষার জন্য জরুরি তথ্য সংগ্রহ। আর তার ভিত্তিতেই দেখা গিয়েছে আয়ু কমার ব্যাপারটা। ওই গবেষণার ফলাফল বলছে, বিভিন্ন রোগে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এই চেয়ার। নিজের অজান্তেই ১৬ শতাংশ বেড়ে যাচ্ছে এই ঝুঁকি।


বাড়ছে হার্টের রোগের ঝুঁকি 


গবেষকদের কথায়, শুধু যে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, তা নয়। হার্টের রোগের ঝুঁকি এতে অনেকটাই বাড়ছে। বিজ্ঞানীদের মতে, কার্ডিয়োভাসকুলার রোগের হার ৩৪ শতাংশ বাড়ছে এই অভ্যাসের কারণে। 


বসে থেকে থেকে আসলে কী হচ্ছে ?


হার্টের রোগ ছাড়াও একাধিক রোগের কারণ এই বসে থাকা। শুধুমাত্র আরামে বসে থাকার কারণেই নানারকম রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে। এই তালিকায় একদিকে যেমন রয়েছে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, তেমনই রয়েছে হার্টের রোগ, হাড়ের রোগ, পেটের নানা সমস্যা। বসে থাকার ফলে কোমরের চারপাশে ফ্যাট জমছে। আর তা থেকেই একে একে নানা জটিল রোগ বাসা বাঁধছে শরীরে।


প্রভাব পড়ছে মনের উপরেও


শুধু যে শরীরের উপর প্রভাব পড়ছে তা নয়। একই সঙ্গে প্রভাব পড়ছে মনের উপর। গবেষকদের কথায়, ওবেসিটি বাসা বাঁধছে শরীরে। আর তার থেকে একের পর এক রোগ হতে থাকছে। যা মানসিক স্বাস্থ্যকেও বিঘ্নিত করেছে। দুশ্চিন্তা, মানসিক অবসাদ, উত্তেজনা নিয়ন্ত্রণ করতে না পারার মতো সমস্যা বাড়ছে। 


কী করতে হবে ?



  • কাজের মাঝে মাঝে হাঁটাহাঁটি জরুরি। এমনটাই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটানা বসে না থেকে মাঝে মাঝে হাঁটাহাঁটি করতে হবে। দশ মিনিট হাঁটলেই অনেক সমস্যা কিন্তু এড়ানো সম্ভব।

  • ব্যায়াম ও হাঁটাহাঁটি করারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এতে শরীর সচল থাকে। কার্ডিয়োভাসকুলার রোগসহ অন্যান্য রোগের ঝুঁকিও কমে যায়।


আরও পড়ুন - Promise Day 2024: প্রেম দিবসের আগেই কেন প্রমিস ডে ?