কলকাতা: ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 'ভ্যালেন্টাইনস উইক' (Valentine's Week)। গতকাল ছিল 'রোজ ডে' (Rose Day)। আজ, ৮ ফেব্রুয়ারি, 'প্রপোজ ডে' (Propose Day) অর্থাৎ প্রেম নিবেদন দিবস। দম্পতিরা এই সপ্তাহ চেষ্টা করেন ভাল থাকতে, ভাল রাখতে, ভালবাসায় রাখতে। শেষ পর্যন্ত সপ্তাহের শেষে ১৪ ফেব্রুয়ারি যে 'গ্র্যান্ড সেলিব্রেশন'। সেদিনই তো ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day)।
আজ এই বিশেষ সপ্তাহের দ্বিতীয় দিন, 'প্রপোজ ডে', অর্থাৎ ৮ ফেব্রুয়ারি। এই দিনে পছন্দের মানুষের কাছে নিজের অনুভূতি স্বীকার করে নিতে হয়। মনের কথা মুখে এনে প্রকাশ করতে হয়। তবে এই সোশ্যাল মিডিয়ার যুগে এই নিয়ে কোনও মিম তৈরি হবে না, তা প্রায় অসম্ভব। নেট দুনিয়ায় সেই দেখেই হাসির রোল। দিন যদি খুব একঘেয়ে কাটে তাহলে এগুলি রইল আপনার জন্য।
এক নজরে দেখে নেওয়া যাক-
সিঙ্গল থাকলে কীভাবে 'প্রপোজ ডে' পালন করা যেতে পারে তার উপায় বললেন এই ট্যুইটার ব্যবহারকারী।
'প্রপোজ ডে'-তে যদি আপনার পছন্দের মানুষ আপনার প্রপোজাল বাতিল করে তাহলে? দেখুন এই মিম।
এই নেটিজেন দেখালেন যে এই বিশেষ দিনে যদি কেউ আপনাকে প্রথম প্রেম নিবেদন করে, তাহলে কী হয়।
এছাড়াও এই দিনের আরও কিছু মজার মিম রইল
তো, আজ প্রেম নিবেদনের দিন আপনি কী করবেন বলে ঠিক করেছেন? যদি একান্তই কোনও পরিকল্পনা না থাকে তাহলে না হয় মিমস শেয়ার করেই সময় কাটান!
আরও পড়ুন: Rose Day Quotes: বিশ্বজুড়ে 'রোজ ডে' পালন, মিম-জোকসে হাসির রোল নেটপাড়ায়