Health News: গুরুতর অস্ত্রোপচার। ঠিক ছিল প্রায় সবই। কিন্তু ভুল ছিল ঠিক আসল জায়গায়। যে কিডনি একদম সুস্থ সেটিকেই বাদ দিয়ে দিলেন চিকিৎসক। অন্যদিকে যেটি খারাপ কিডনি সেটি রয়ে গেল শরীরের ভিতর। রোগীর যা হওয়ার তাই হল। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাজস্থানের ধনকর হাসপাতালে। রাজস্থান সরকারের কাছে সেই খবর পৌঁছাতেই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। ওই হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়।


রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা ওই মহিলা রোগী সম্প্রতি ধনকর হাসপাতালে ভর্তি হন কিডনির সমস্য়া নিয়ে। নির্দিষ্ট দিনে তাঁর কিডনি অস্ত্রোপচার হওয়ার কথা। সেইমতো সবটাই হয়। কিন্তু চিকিৎসক তাঁর ভাল কিডনিই কেটে বাদ দিয়ে দেন। বদলে শরীরে থেকে যায় খারাপ কিডনিটি। অর্থাৎ যেটি কেটে বাদ দেওয়ার কথা। এর পর স্বভাবতই রোগীর বাড়ির লোকেরা এই নিয়ে প্রতিবাদ করেন। ঘটনাটির কথা উচ্চস্তর পর্যন্ত যায়। জানাজানি হতেই দ্রুত ব্যবস্থা নেয় রাজস্থান প্রশাসন। ক্লিনিকাল এসট্যাব্লিশমেন্ট অ্যাক্ট মেনে হাসপাতালটির রেজিস্ট্রেশন বাতিল করা হয়। 


সরকারি প্রকল্প থেকেও বাদ দেওয়া হবে ওই হাসপাতালকে


রাজস্থান প্রশাসনের তরফে স্বাস্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব শুভ্রা সিং বলেন, এটি যথেষ্ট গুরুতর একটি ঘটনা। তাই হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল। হাসপাতালটিকে বিভিন্ন সরকারি সুযোগসুবিধা থেকেও বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন শুভ্রা সিং। পাশাপাশি একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে। এই কমিটিই পুরো ব্যাপারটি খতিয়ে তদন্ত করবে। স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিব বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই কমিটি গড়া হয়েছে। কমিটি এই ব্যাপারে চূড়ান্ত রিপোর্ট দেবে।


কেরলের ভুল অস্ত্রোপচারের ঘটনা


সম্প্রতি এমনই ভুল অস্ত্রোপচারের ঘটনা কেরলেও ঘটেছে। সেখানে এক চার বছর বয়সি মেয়ের ভুল অস্ত্রোপচার করা হয়। আইএএনএস সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, তাঁর হাতে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বেরনোর পর দেখা যায়, তাঁর মুখের মধ্যে তুলোর গজ ভরে দেওয়া। পরে খোঁজ করতে জানা যায়, তাঁর হাতে আঙুলের বদলে জিভে অস্ত্রোপচার করা হয়েছে! 


আরও পড়ুন - Tattoo Health Risk: ট্যাটুর রঙ, সূচ থেকে ত্বকের বিপদ ? লিভারের রোগ এর জন্যই ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।