Runny nose : নাক দিয়ে জল পড়া মানেই সর্দি নয় ! হতে পারে টিউমর বা মস্তিষ্কের বিশেষ অংশে ফাটলও

নাক দিয়ে জল পড়া মানে কী কী অসুখ
Cerebrospinal fluid leak : নাক দিয়ে জল পড়াটা কোনও অসুখ নয়, অসুখের লক্ষণ মাত্র। এবার নানা কারণে নাক দিয়ে জল, জলের মতো তরল বের হতে পারে।
শীত শীত পড়েছে। পূর্বিতার নাক দিয়ে ক্রমাগত জল পড়ছে । আর এই সময় নাক দিয়ে জল পড়লে স্বাভাবিকভাবে যেটা ভাবার কথা পূর্বিতাও সেটাই ভেবেছেন। সিজ়ন চেঞ্জ, ঠান্ডা লেগেছে আর কী ! তাই হয়ত কাঁচা জল
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে