Saraswati Pujo Makeup Tips: সরস্বতী পুজোর (Saraswati Puja) সকালে বাড়িতে পুষ্পাঞ্জলি দেওয়ার পর স্কুলে যাওয়ার পরিকল্পনা রয়েছে? তারপর মনের মানুষের সঙ্গে একটু পেটপুজোর ইচ্ছে? বিকেলে ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)- এর ঘরোয়া পার্টি? ১৪ ফেব্রুয়ারি মোটামুটি এই যদি হয় আপনার সারাদিনের প্ল্যান-প্রোগ্রাম, তাহলে অবশ্যই মানানসই পোশাক এবং সাজ প্রয়োজন। যেহেতু সরস্বতী পুজো তাই বেশিরভাগই হয়তো শাড়ি পরার কথাই ভেবে রেখেছেন। তার সঙ্গে উপযুক্ত মেকআপ কিন্তু জরুরি। এমন ভাবে সাজতে হবে যাতে সারাদিন এক সাজেই কাজ হয়। এই প্রসঙ্গেই সহজ কিছু টিপস এবিপি আনন্দ লাইভের সঙ্গে শেয়ার করেছেন কসমেটোলজিস্ট সায়ন্তন দাস। 


এই সরস্বতী পুজোয় কীভাবে সাজবেন, বলা ভাবে মেকআপ করার সময় কোন কোন বিষয় খেয়াল রাখবেন 


সায়ন্তনের কথায় সরস্বতী পুজোয় পোশাক যদি হয় উজ্জ্বল রঙের তাহলে অবশ্যই মেকআপ ন্যুড শেডের হলে ভাল। এর ফলে আপনাকে দেখতে লাগবে স্নিগ্ধ। কিন্তু তাই বলে যেন ফ্যাকাশে না লাগে। শাড়ির সঙ্গে যোগ্য সঙ্গত করবে মেকআপ, সাজগোজ, তবেই না আপনাকে সকলের মাঝেও অনন্য হিসেবে খুঁজে পাওয়া যাবে। 


কী কী করবেন এবং কী কী করবেন না



  • ত্বকে যদি কালচে ভাব কিংবা দাগছোপ না থাকে তাহলে অযথা কনসিলার ব্যবহার করার দরকার নেই। এর ফলে মেকআপ ভারী হয়ে যায়। 

  • সবার আগে ভাল এসপিএফ যুক্ত সানস্ক্রিন লাগিয়ে তারপর স্কিনে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। কারণ শীত কমলেও আবহাওয়ার রুক্ষ, শুষ্ক ভাব কিন্তু বজায় রয়েছে।

  • সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার ত্বকে লাগিয়ে নেওয়ার পর স্কিন প্রাইমিংয়ের পালা। সারাদিন আপয়ার ত্বককে রক্ষা করবে এবং ঝকঝকে রাখলে এমন একটা ফুল কভারেজ কমপ্যাক্ট পাউডার ব্যবহার করুন। অবশ্যই আপনার ত্বকের ধরন এবং স্কিন টোন অনুসারে বেছে নিন প্রোডাক্ট। 

  • হাইলাইটার ব্যবহার করতে পারেন। তবে খুবই সতর্ক থাকতে হবে। কারণ হাইলাইটার বেশি হয়ে গেলে দিনের আলোয় অত চকচকে মেকআপ ভাল লাগবে না। তাই সামান্য পরিমাণে হাইলাইটার ব্যবহার করতে হবে, যাতে একটা আলগা গ্লো পাওয়া যায়। 

  • মেকআপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল আই মেকআপ অর্থাৎ চোখের সাজগোজ। বেশি পরীক্ষা নিরীক্ষা না করাই ভাল। কাজল দিয়ে স্মোকি আই মেকআপ করে নিতে পারেন সহজে। কালো, ব্রাউন, মেরুন এইসব শেডের কাজল ব্যবহার করতে পারলে ভাল। যাঁদের নিয়মিত কাজল পরার অভ্যাস রয়েছে তাঁরা একটু গাঢ় করেই কাজল পরে নিন। এর ফলে চোখ দেখতে সুন্দর লাগে।

  • যাঁরা আইলাইনারে স্বচ্ছন্দ্য তাঁরা স্মোকি আই মেকআপে পরিবর্তে চোখের উপরের পাতায় আইলাইনার এবং নীচে কাজল পড়তে পারেন। চোখের নীচের কাজল হাল্কা স্মাজ করে নিন। এরপর কাজল এবং ব্রাশ দিয়ে আইব্রো মেকআপ আর মাস্কারা তো রয়েইছে। 

  • চোখের মেকআপ যত গাঢ় করবেন ঠোঁটের ক্ষেত্রে মেকআপ ততই হাল্কা হওয়া প্রয়োজন। এক্ষেত্রে ন্যুড শেডের লিপকালার বা লিপস্টিক ব্যবহার করুন। আর চোখের মেকআপ হাল্কা থাকলে গাঢ় লিপস্টিক পরতে পারেন। যদি ঠোঁট ফাটার প্রবণতা থাকে বা অল্পেই ঠোঁট রুক্ষ, শুষ্ক হয়ে যায়, তাহলে আগে ভাল করে ঠোঁটে ক্রিম, ময়শ্চারাইজার এই জাতীয় কিছু লাগিয়ে তারপর লিপস্টিক, লিপকালার ব্যবহার করুন। গ্লস ব্যবহার না করাই ভাল। সবশেষে চাইলে ব্যবহার করতে পারেন মেকআপ ফিক্সার। 


আরও পড়ুন- এই সরস্বতী পুজোয় শুধু পোশাকে নয়, ত্বকের যত্নেও থাকুক হলুদের ছোঁয়া, কী বলছেন বিশেষজ্ঞ?