Skin Care With Kitchen Ingredients: রান্নাঘরের অনেক উপকরণ (Kitchen Items) দিয়েই আমরা ত্বকের পরিচর্যা (Skin Care) করে থাকি। তবে এইসব উপকরণ দিয়ে যে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় ত্বকের জন্য উপকারি বেশ কয়েকটি স্ক্রাব (Scrub) তা হয়তো অনেকেরই জানা নেই। এই স্ক্রাবগুলি নিয়মিত ভাবে ত্বকের পরিচর্যায় ব্যবহার করলে জেল্লার বৃদ্ধির পাশাপাশি আপনার ত্বক মোলায়েমও হবে। এবার চট করে দেখে নেওয়া যাক রান্নাঘরের কোন কোন উপকরণ দিয়ে আপনি ফেস স্ক্রাব তৈরি করতে পারবেন।


পেঁপে- কাঁচা বা পাকা পেঁপের মধ্যে অসংখ্য খাদ্যগুণ রয়েছে। তবে এই দুই উপকরণ দিয়েই তৈরি করা যায় ফেস স্ক্রাব। ভিটামিন এ এবং সি- তে ভরপুর এই ফলের মধ্যে রয়েছে একটি উৎসেচক বা এনজাইম যার নাম প্যাপিন। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ। কাঁচা বা পাকা পেঁপে একটু ঘষে নিলে যে মিশ্রণ তৈরি হবে তা ত্বকে লাগিয়ে ভালভাবে ম্যাসাজ করলে সঙ্গে সঙ্গেই ফল পাবেন। ত্বক উজ্জ্বল হবে, জেল্লা বাড়বে এবং মোলায়েম হবে। আপনার সেনসিটিভ ত্বক হলে এই উপকরণ ব্যবহার না করাই ভাল।


মসুর ডাল এবং ওটস- মুসুর ডাল আর বেসনের মিশ্রণ দিয়ে মুখে স্ক্রাব করার কথা হয়তো বাড়ির অনেক বয়স্ক মহিলাদের থেকেই শোনা যায়। মা-দিদিমাদের কাছে জনপ্রিয় রূপচর্চার উপকরণ ছিল এই মিশ্রণ। তবে মুসুর ডাল বাটার সঙ্গে ওটস মিশিয়ে নিলেও খুব ভাল ফেস স্ক্রাবের কাজ করে এই মিশ্রণ। কয়েকদিন এই পেস্ট ত্বকে লাগালে ট্যান- সহ একাধিক সমস্যা থেকে রেহাই পাবেন আপনি। ত্বকের জেল্লা বাড়বে। শুধু তাই নয়। ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি মোলায়েমও হবে। রুক্ষ-শুষ্ক ভাবে কমবে। তবে সেনসিটিভ স্কিনে এই মিশ্রণ ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।


মধু এবং কফি- হালফিলে কফি দিয়ে ত্বকের পরিচর্যা করার চল হয়েছে। কফির গুঁড়োর সঙ্গে সামান্য মধু মিশিয়ে তা দিয়ে ভালভাবে মুখে ম্যাসাজ করলে ত্বকের দাগছোপ দূর হয়, কালচে ভাব দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা ফেরে। ত্বক মোলায়েম হয়। স্নানের আগে এই মিশ্রণ ত্বকে লাগিয়ে মিনিট দশেক রেখে তারপর মুখে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার ঠান্ডা জলে। কয়েকদিন এই উপকরণ ফেস স্ক্রাব হিসেবে ব্যবহার করলে উপকার পাবেন। ত্বকের বিভিন্ন র‍্যাশ বা অ্যালার্জি কিংবা ব্রনর সমস্যা কমাতেও এই ফেস স্ক্রাব কাজে লাগে। তবে সেনসিটিভ স্কিন হলে এই উপকরণ ব্যবহার করার আগে সতর্ক থাকা প্রয়োজন।


আরও পড়ুন- শরীরচর্চার পর সঠিক পুষ্টির যোগান পেতে কী কী খাবেন দেখে নিন একনজরে