Black Coffee Side Effects: ঘুম তাড়াতে সকালে উঠে অনেকেই হাতে তুলে নেন কফির কাপ। এক্ষেত্রে কালো কফির (Black Coffee) দিকেই ঝোঁক বেশি। একথা সত্যি যে সকাল সকাল এক কাপ ধোঁয়া ওঠা 'ব্ল্যাক কফি' পেলে একদম চাঙ্গা হয়ে ওঠে শরীর। কিন্তু এই অভ্যাস যদি দীর্ঘদিনের হয় এবং দিনে বেশ অনেকবার কালো কফি (Black Coffee Side Effects) খাওয়ার অভ্যাস কারও থাকে, তাহলে জেনে রাখুন বড়সড় বিপদ হতে পারে আপনার। শরীর-স্বাস্থ্য তরতাজা হওয়ার বদলে দিনদিন আরও খারাপ হয়ে যেতে পারে। দুধ কফির তুলনায় বিনা দুধের কালো কফির গুণ অনেক বেশি একথা সত্যি। এই ব্ল্যাক কফিতে চিনি না থাকলে বিষয়টা আরও স্বাস্থ্যকর হয়ে দাঁড়ায়। কিন্তু নাগাড়ে ব্ল্যাক কফি খেতে থাকলে শরীর-স্বাস্থ্যের অবনতি হতে বাধ্য।
অতএব জেনে নেওয়া যাক ব্ল্যাক কফি খাওয়ার কিছু ক্ষতিকর দিক
- যে ব্ল্যাক কফি আপনার ঘুম নিমেষে তাড়িয়ে একদম চাঙ্গা করে দেয় আপনাকে, সেই ব্ল্যাক কফিই দিনের পর দিন প্রচুর পরিমাণে খেতে থাকলে বাড়বে অ্যাংজাইটি। অর্থাৎ উৎকণ্ঠা, উদ্বেগে ভুগবেন আপনি। অল্পেতেই নার্ভাস হয়ে যাবেন। কোনও কাজে ঠিকভাবে মনঃসংযোগ করতে পারবেন না।
- ব্ল্যাক কফি খেলে অনেক সময়েই মাথা ব্যথার সমস্যায় বেশ আরাম পাওয়া যায়। কিন্তু লাগামছাড়া হয়ে বেহিসেবি ভাবে ব্ল্যাক কফি খেতে থাকলে তা আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে যাঁরা মাইগ্রেনের ব্যথায় ভুক্তভোগী তাঁরা যন্ত্রণা এড়াতে কালো কফির থেকে শতহস্ত দূরে থাকার চেষ্টা করুন।
- নিয়মিত একাধিক বার ব্ল্যাক কফি খেলে হৃদযন্ত্রের স্বাস্থ্য খারাপ হতে বাধ্য। বেড়ে যাবে হৃদস্পন্দন এবং রক্তচাপ। তার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়বে।
- দিনে অসংখ্যবার যাঁরা কালো কফি খেয়ে থাকেন এই অভ্যাসের বিরূপ প্রভাব পড়বে আপনার লিভারের স্বাস্থ্যের উপরেও। দেখা দেবে বদহজম, অ্যাসিডিটির সমস্যা।
- প্রচুর পরিমাণে ব্ল্যাক কফি খেলে রাতে ঘুমের সমস্যা হতে পারে। এছাড়াও নিয়মিত অনেক কাপ কালো কফি খাওয়ার অভ্যাস থাকলে শরীর সহজে ডিহাইড্রেটেড হয়ে যাবে। অর্থাৎ শরীরে জলের ঘাটতি দেখা দেবে। আর আমাদের শরীরে জলের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে গেলে অর্থাৎ ডিহাইড্রেশন হলে আনুষঙ্গিক ভাবে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।
আরও পড়ুন- হেঁটেই কমবে ওজন, সময়ের অভাবেও প্রতিদিন পূরণ হবে '১০ হাজার স্টেপ', কীভাবে?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।