কলকাতা : এবার নবজোয়ার কর্মসূচিতে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । কাল ইংরেজবাজারে অভিষেকের ক্যাম্পে যাচ্ছেন মমতা। আজই মালদায় ঢুকছেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) , থাকছেন অভিষেকও ( Abhishek Banerjee ) ।
৬০ দিনের নবজোয়ার যাত্রা
পুরভোটে দিকে দিকে ছড়িয়ে পড়েছিল তৃণমূলের প্রার্থী-অসন্তোষ। বিক্ষুব্ধ রাস্তা অবরোধ থেকে প্রতিবাদ, দলীয় অফিসে বিক্ষোভ, বাদ যায়নি কিছুই। এই অবস্থায়, এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী ঠিক করতে মানুষের উপরই ভরসা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। গত সপ্তাহের মঙ্গলবার কোচবিহার থেকে শুরু হয়েছে তৃণমূলের ৬০ দিনের নবজোয়ার যাত্রা। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস পথেই কাটাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কে কোচবিহারের দিনহাটা থেকে শুরু হয় তাঁর সফর।
উত্তরবঙ্গে বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোচবিহার হয়ে আলিপুরদুয়ার ছুঁয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। কোচবিহার, দিনাজপুর হয়ে তিনি এসে পৌঁছেছেন মালদায়।
নতুন করে শক্তি জোগাড় করার চেষ্টা
সামনে পঞ্চায়েত ভোট। তার আগে বুথে বুথে সংগঠন মজবুত করতে গ্রামে চলো-সহ বিভিন্ন কর্মসূচি নিচ্ছে বিজেপি। বীরভূমে এসে সভা করে লড়াইয়ের সুর বেঁধে দিয়ে গেছেন স্বয়ং অমিত শাহ। বুথ ছুঁয়ে পদযাত্রা বা গ্রাম জাগাওয়ের মতো কর্মসূচির পর বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে জোর দিচ্ছে সিপিএম-ও। সাগরদিঘিতে তৃণমূলকে হারানোর পর মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়া-উত্তর দিনাজপুরের মতো পুুরনো ঘাঁটিগুলিতে নতুন করে শক্তি জোগাড় করার চেষ্টা করছে কংগ্রেসও।
এই প্রেক্ষাপটে পঞ্চায়েতকে পাখির চোখ করে তৃণমূলের মেগা কর্মসূচি এটি। পঞ্চায়েতের আগে কার্যত বেনজির উদ্য়োগ এটি । তৃণমূলে 'নব জোয়ার' কর্মসূচির অধীনে রয়েছে জনসংযোগ যাত্রা , 'গ্রামবাংলার মতামত' নামে দুটি কর্মসূচি ঘোষণা করেন অভিষেক।
পর্যবেক্ষকদের মতে, এই কর্মসূচিতে কার্যত একঢিলে দুই পাখি মারতে চাইছেন তিনি। ২৫ এপ্রিল থেকে ২ মাস ধরে
দিনহাটা থেকে সাগর অবধি কার্যত বঙ্গ পরিক্রমা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যাত্রার শুরুতে অভিষেককে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি নিজে হাজির থাকবেন অভিষেকের সঙ্গে। তাই মালদা যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন :
প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন