Skin Care With Papaya: শীতের মরশুমে (Winter Skin Care Tips) ত্বকের রুক্ষ-শুষ্ক (Dry Skin) ভাব দূর করা বেশ মুশকিল। সামান্য ভুল হলেই ত্বক মারাত্মক রুক্ষ-শুষ্ক হয়ে যাবে। এদিকে ত্বক পরিষ্কার রাখার জন্য স্ক্রাব (Winter Scrub Papaya) ব্যবহার করাও জরুরি। এক্ষেত্রে সাহায্য নিতে পারেন পাকা পেঁপের। বাড়িতেই এই ফল দিয়ে তৈরি করে নিতে পারেন দারুণ একটি স্ক্রাবার। পাকা পেঁপে, অ্যালোভেরা জেল, সামান্য অলিভ অয়েল, অল্প মধু এবং কমলালেবুর রস একসঙ্গে মিশিয়ে এই স্ক্রাব তৈরি করে নেওয়া যাবে সহজে। আর পাকা পেঁপে দিয়ে তৈরি এই উপকরণ ব্যবহার করলে ত্বকে একাধিক উপকার পাবেন আপনি। বাজার থেকে ফেস ওয়াশ, ফেস স্ক্রাব, ফেস প্যাক কিনলে সেটাও পাপায়া বেসড অর্থাৎ পেঁপের উপকরণ যুক্ত রয়েছে, এমন দেখে কিনুন।
পাকা পেঁপে কীভাবে ত্বকের যত্নে কাজে লাগে দেখে নিন সেই তালিকা
- শীতে ত্বকের মূল সমস্যা রুক্ষ-শুষ্ক ভাব। পাকা পেঁপে এই সমস্যাই সবার আগে দূর করবে। ত্বক রাখবে আর্দ্র অর্থাৎ ময়শ্চারাইজড।
- ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে গেলে বলিরেখা বা রিঙ্কেলসের সমস্যা দেখা যায়। পাকা পেঁপে এই সমস্যাও দূর করতে সক্ষম।
- আপনার ত্বকে ট্যান পড়লে কিংবা কালচে দাগছোপ থাকলে তা দূর করে জেল্লা ফেরাতেও কাজে লাগবে এই পাকা পেঁপেই।
- স্ক্রাব হিসেবে পাকা পেঁপে ব্যবহার করলে ত্বকের মরা কোষ ঝরে যাবে। তার ফলে রোমকূপগুলির মুখে আর জমবে না তেল-ময়লা। অতএব কমবে ব্রনর সমস্যাও।
- সার্বিক ভাবে ত্বকের গঠন মসৃণ, পেলব এবং মোলায়েম রাখতেও সাহায্য করে পাকা পেঁপের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ।
- পাকা পেঁপের মধ্যে প্যাপাইন নামের একটি উৎসেচক রয়েছে যা আমাদের শরীরে কোলাজেন নামক প্রোটিনের উৎপাদনের মাত্রা বৃদ্ধি করে। আর এই কোলাজেনের সাহায্যে ত্বকের ইলাস্টিটি বাড়ে। জেল্লা ফিরে আসে। ত্বক থাকে একদম টানটান।
- ত্বকের একাধিক র্যাশ, অ্যালার্জি, লালচে ভাব, দাগ দূর করার জন্য ওইসব নির্দিষ্ট অংশে ছোট টুকরো করে কাটা পাকা পেঁপে লাগান। উপকার পাবেন অবশ্যই।
আরও পড়ুন- 'হেলদি ফ্যাটি অ্যাসিড'- এই উপকরণ যুক্ত খাবার খাওয়া কেন জরুরি? তালিকায় কী কী রাখবেন?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।