Hair Styling Tips: শীতের মরশুম (Winter Season) আসছে। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে ওয়েডিং সিজন (Wedding Season)। বিয়েবাড়ি যাবেন আর চুলে বাহারি স্টাইল (Hair Styles) করবেন না, তা কী হয়। বিয়েবাড়ি যাওয়া মানে মনের মতো করে সাজগোজ করা। সুন্দর পোশাক, মানানসই গয়না, সঠিক মেকআপ আর তার সঙ্গে প্রয়োজন নিখুঁত চুলের স্টাইল। চুলের স্টাইল করার সঙ্গে সঙ্গে সঠিকভাবে পরিচর্যা এবং যত্নও (Hiar Care Tips) প্রয়োজন। নাহলে বাড়তে পারে সমস্যা। চুলের স্টাইলিং ঠিকভাবে করা না হলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। রুক্ষ হয়ে যেতে পারে চুল। এছাড়াও দেখা দিতে পারে আরও অনেক সমস্যা। তাই বিয়েবাড়ি যাওয়ার সময় অবশ্যই চুলে স্টাইল করুন, কিন্তু সেই সঙ্গে জেনে নিন সহজ কিছু টিপস। তার ফলে আপনার চুলের স্বাস্থ্য ভাল থাকবে। এক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখবেন? মনে রাখবেন চুল বড় হোক বা ছোট, সঠিক পরিচর্যা সবক্ষেত্রেই দরকার। আর বিয়ের অনুষ্ঠানে সব ধরনের চুলেই স্টাইল করা সম্ভব।


এবার জেনে নিন কী কী করবেন


স্টাইলিং টুলস বা হিটিং টুলস ব্যবহারে সতর্ক থাকা অবশ্যই দরকার 


চুলে বিভিন্ন ধরনের স্টাইল করতে গেলে, চুল স্ট্রেট কিংবা কার্ল করতে গেলে, সবক্ষেত্রেই স্টাইলিং টুলস কিংবা হিটিং টুলস ব্যবহার করা হয়। অর্থাৎ স্ট্রেটনার, কার্লার, বিভিন্ন স্প্রে, কেমিক্যাল ইত্যাদি ব্যবহার করা হয়। এইসব প্রোডাক্ট ব্যবহারের আগে চুলে ব্যবহার করে নিন হিট রেজিসট্যান্ট স্প্রে। এর ফলে ক্ষতি কিছুটা কম হবে।


বারবার চুল আঁচড়ানো ক্ষতিকর


চুল সেট করে রাখার জন্য আমরা অনেকেই বারবার চুল আঁচড়াতে থাকি। এর ফলে হেয়ার ফলিকলগুলি দুর্বল হয়ে যেতে পারে। তার জন্য বাড়তে পারে চুল পড়ার সমস্যা। তাই চুল সেট করার জন্য বারবার চুল না আঁচড়ে হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন। এছাড়াও চুল শুকনোর জন্য হেয়ার ড্রায়ার কিংবা ব্লোয়ার ব্যবহার না করাই ভাল। এর ফলে চুল মারাত্মক রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে।


ভেজা চুলে চিরুনি নয়


ভেজা চুল আঁচড়ানো কখনই ভাল নয়। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে যায়। চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই ভেজা চুলে চিরুনি একেবারেই নয়। বিভিন্ন হেয়ার স্টাইলিং টুলস যেমন স্ট্রেটনার, কার্লার এই জাতীয় জিনিস ভেজা চুলে ব্যবহার না করাই ভাল। কারণ চুল ভেজা থাকলে সেখানে আপনার মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পের মধ্যে বাষ্প থেকে যেতে পারে যা চুলের পক্ষে ক্ষতিকর। 


আরও পড়ুন- বায়ু দূষণের জেরে গলায় সংক্রমণ, আরাম এবং উপকার পেতে খেতে পারেন এই চার ধরনের চা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y