কলকাতা: ডায়াবেটিস থাকলে স্ট্রোক হবে ? অন্য আরেকটি রোগই এবার তার জানান দেবে‌। আর সেটি হল উচ্চ রক্তচাপ। হাই প্রেশার থাকলে ডায়াবেটিস রোগীদের স্ট্রোক হতে পারে। এমনটাই জানিয়েছে সাম্প্রতিককালের একটি গবেষণা। চিনা গবেষকদের ওই গবেষণায় দেখা গিয়েছে, ডায়াবেটিস উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে অনেকের। আর তাতেই বাড়ছে স্ট্রোকের ঝুঁকি।


স্ট্রোক আদতে কী ?


মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে স্ট্রোক হয়। কারণ রক্তই মস্তিষ্কে অক্সিজেন পৌঁছে দেয়। আর মস্তিষ্কে রক্ত পৌঁছালে অক্সিজেনে পৌঁছাবে না এর ফলে অক্সিজেনের অভাবে কাজ করা বন্ধ করে দেবে। বেশিরভাগ ক্ষেত্রেই ইসলামিক স্ট্রোক হয় রোগীদের। গবেষকদের কথায় রক্তচাপ বেড়ে গেলে ধমনীর ওপর চাপ বেড়ে যায়। আর এই ঘটনাই স্ট্রোকের সঙ্গে জড়িয়ে রয়েছে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেই ঝুঁকি অনেক বেশি।


রক্তচাপের কোন মাপ স্ট্রোকের সংকেত ?


ডায়াবেটিসের মেটাবলিক সিনড্রোম ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড রিভিউজ জার্নালে প্রকাশিত এই গবেষণাটিতে বলা হয়েছে সিস্টোলিক ব্লাড প্রেসারের কথা। এটি উপরের পরিমাপকে বোঝায়। এই পরিমাপের অর্থ হার্ট যখন স্পন্দিত হচ্ছে তখন কতটা চাপ পড়ছে ধমনীর উপরে।


কী বলছেন গবেষক ? 


চীনের সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটির সেকেন্ড শিয়াংগা হাসপাতালের গবেষক দল সংবাদমাধ্যম আইনএসকে বলে কিউমুলেটিভ সিস্টোলিক ব্লাড প্রেশার স্ট্রোক হবে কিনা তা আগে থেকে বলে দিতে পারে যেসব ব্যক্তিদের ডায়াবেটিস অর্থাৎ টাইপ টু ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে এই ব্লাড প্রেসার নির্ণায়ক হিসেবে কাজ করে।


কতজনকে নিয়ে এই গবেষণা?


এই গবেষণার জন্য মোট ৮২৮২ রোগী অংশ নিয়েছিল মোট ছয় বছরেরও বেশি সময় ধরে তাদের প্রতিটি সমস্যা নথিভুক্তি করা হয় এদের মধ্যে দেখা যায় ৩২৪ জন ৩.৯১ শতাংশ ও ৩০৫ জন ৩.৬৮ শতাংশ রোগীদের বিপদজনক নয় এমন বেশ কিছু স্ট্রোকের ঘটনা ঘটেছে। গবেষকদের কথায় বর্তমানে ডায়াবেটিস ও হাইপারটেনশন দুটোই সারা বিশ্ব জুড়ে মারণ রোগের পর্যায়ে পৌঁছে গিয়েছে। ডায়াবেটিস থাকলে স্ট্রোকের ঝুঁকি থাকে। এ কথা অনেকেই জানেন। এমনকি সুবিদিত বিজ্ঞানী মহলেও। যাদের ডায়াবেটিস নেই তাদের তুলনায় যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ইসকেমিক স্ট্রোক হওয়ার আশঙ্কা দুই থেকে চার গুণ বেশি। সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ একটি বিশিষ্ট নির্ণায়ক হতে পারে। আগে থেকে স্ট্রোকের আশঙ্কা রয়েছে বোঝা গেলে নির্দিষ্ট সময় চিকিৎসা করাও সম্ভব।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Back Pain: বসে কাজ করে করে কোমরে ব্যথা, কোন কোন খাবারে কমবে যন্ত্রণা ?