Covishield Side Effect Case On Supreme Court: কোভিডের টিকা কোভিশিল্ড নিয়ে এবার মামলা গড়াল সুপ্রিম কোর্টে। টিকা দেওয়ার সময় সংস্থার তরফে দাবি করা হয়েছিল, এর কোনও পার্শপ্রতিক্রিয়া নেই। কিন্তু টিকা নেওয়ার পর অনেকের মধ্যে নানা সমস্যা দেখা দেয়। শারীরিক সমস্য়ার জেরে অনেকের মৃত্যু হয় বলেও অভিযোগ তোলেন তাদের পরিবারের সদস্যরা। কিন্তু টিকার জেরেই এমনটা হয়েছিল কিনা তা তখন অস্পষ্ট ছিল। সম্প্রতি ব্রিটেন আদালতে দায়ের করা হয় একটি মামলা। সেখানেই জানা যায়, এই টিকার গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এবার সেই ভিত্তিতেই দেশের শীর্ষ কোর্টে মামলা দায়ের করা হল। সুপ্রিম কোর্টে মামলার আবেদন করার পর কোর্টের তরফে সদর্থক জবাব মিলেছে। কোর্ট এই মামলা শুনবে বলে জানিয়েছে। তবে কবে এই আবেদনের শুনানি হবে, তা এখনও জানা যায়নি।
কোভিশিল্ড নিয়ে কীভাবে বিতর্কের সূত্রপাত
ব্রিটিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণা করে কোভিশিল্ড টিকা তৈরি করে । এর পর তাদের থেকে স্বত্ব নিয়ে ভারতে টিকা তৈরি ও বিক্রি করে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ২০২১ সালে জেমি স্কট নামে এক ব্যক্তি টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রথম ব্রিটেনের আদালতে মামলা করেন। এর পর একে একে আরও ৫০টি মামলা দায়ের করা হয়।
অ্যাস্ট্রাজেনেকার স্বীকারোক্তি
সম্প্রতি তার ভিত্তিতে টিকা প্রস্তুতকারী সংস্থাকে মুচলেকা দিতে বলা হয়। অ্যাস্ট্রাজেনেকা জানায়, তাদের তৈরি টিকা থেকে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনা অনেকটাই কম, মুচলেকায় তারা বিরল শব্দটি উল্লেখ করে। কী কী সমস্যা হতে পারে ? কিছু ক্ষেত্রে কারও টিটিএস (থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম) হতে পারে। এই রোগে রক্ত জমাট বেঁধে যায়। আবার কিছু ক্ষেত্রে টিকা নিয়েছেন এমন ব্যক্তির রক্তে প্লেটলেট কমে যেতে পারে।
প্রধান বিচারপতির সম্মতি
এর পরই টিকা নিয়ে শুরু হয় তোলপাড়। পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে জেনেও সিরাম টিকা ভারতে বিক্রি করেছে বলে অভিযোগ ওঠে। এর ভিত্তিতেই এবার সুপ্রিম কোর্টে মামলার আবেদন করা হল। মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর্জি গ্রহণ করেছেন। মামলাকারীদের আবেদনে বড় অঙ্কের ক্ষতিপূরণের দাবিও তোলা হয়েছে। তবে কবে সেই মামলার শুনানি হবে, এখন তাঁর অপেক্ষা।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Vitamin C Bandage: আগুনে পোড়ার ক্ষত সারাবে ভিটামিন সি ব্যান্ডেজ ! ত্বক স্বাভাবিক হবে ‘দুদিনেই’