Viral Video: বিদেশ মানেই আবহাওয়া থেকে সংস্কৃতি সবটাই বদলে যায়। সেইমতো অনেকেই নিজেদের মানিয়ে নেন। কিন্তু বিদেশে যাওয়া মানেই তো নিজের দেশকে ভুলে যাওয়া নয়। অনেকেই বিদেশের মাটিতে পুজোআচ্চা থেকে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান মহানন্দে পালন করেন। এবার যেন অনেকটা তেমনই ঘটনা ঘটল।
লন্ডনের রাস্তায় দেখা গেল এক ভারতীয় তরুণীকে। তবে লন্ডনের পরিচিত সাজে নয়। বরং তামিলনাডুর বাসিন্দা প্রবাসী তরুণীকে লুঙ্গি পরে থাকতে দেখা যায়। যা দেখে রীতিমতো অবাক হন আশেপাশের লোকজনও। লুঙ্গি পোশাকটি গোটা ভারতেই নাানা স্থানে বেশ প্রচলিত। তবে এই পোশাকটি মূলত পুরুষদের পোশাক হিসেবেই বিখ্যাত। তাদের পরনেই এটি দেখা যায়। লন্ডনে সেই পোশাকেই দেখা গেল তরুণীকে। সেই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
কী দেখা গেল ভিডিয়োয় ?
ভিডিয়োয় গোড়ায় দেখা গেল তরুণী তাঁর লুঙ্গি রাস্তার একধারে বেশ কষে বাঁধছেন। একটি টি শার্টের তলায় লুঙ্গি পরে তাঁকে বেরিয়ে পড়তে দেখা গেল। লুঙ্গি পরেই তিনি একটি শপিং মলে গেলেন। সেখানে তাঁর পরনের লুঙ্গি আশেপাশের লোকজনের দৃষ্টিও আকর্ষণ করে। সেটি দৃষ্টি আকর্ষণের দৃশ্য ক্যামেরাবন্দী করেন ক্যামেরাপার্সন।
কী ধরনের মন্তব্য ধেয়ে এল ?
ভিডিয়োতে দেখা যায়, তাঁর পোশাকের দিকে অনেকেই অবাক হয়ে তাকাচ্ছেন। ওই দলে পুরুষ থেকে মহিলা সকলেই রয়েছেন। এমনকি রয়েছে বাচ্চাও। তবে এঁদের কাউকেই তরুণীর লুঙ্গি পোশাক নিয়ে কোনও মন্তব্য করতে শোনা গেল না। বরং তরুণী নিজেই এক বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করেন এই ব্যাপারে। বয়স্ক মহিলাটি তাঁর বাড়ির পিছনের বাগানের পরিচর্যা করছিলেন। সেখান দিয়ে রাস্তা পার করার সময় তরুণী জিজ্ঞেস করেন, তাঁকে কেমন লাগছে। এর উত্তরে বয়স্কা বলেন, আই লাভ ইট। অর্থাৎ তাঁর বেশ পছন্দ হয়েছে পোশাকটি।
কী বলল নেটপাড়া ?
নেটিজেনদের তরফে প্রশংসাই ধেয়ে এল তরুণীর জন্য। কমেন্টে এক নেটিজেন লেখেন, আপনি আমাকে একটা নতুন আইডিয়া দিলেন। এটা আমি বার্মিংহামে ট্রাই করব অর্থাৎ করে দেখব। আরেক নেটিজন লেখেন, আপনাকে স্যালুট। আপনি দেশের সংস্কৃতিকে এত ভালবাসেন! বিদেশের মাটিতেও দেশের সংস্কৃতি এভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ। মোটের উপর এই হঠাৎ ফ্য়াশনের জন্য প্রশংসাই কুড়োলেন তরুণী।
আরও পড়ুন - Viral Video: উত্তর না পড়েই খাতা ‘দেখছেন’ রিল বানাতে ব্যস্ত শিক্ষিকা, দায়ের FIR
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।